আর হাতে মাত্র ১দিন, ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য ভ্যাকস⛦িন ওয়ার'। এদিকে এরই মাঝে ছবির পরিচালককে একহাত নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। বিবেকের ছবিকে ‘সস্তার পাবলিসিটি’ বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও এর আগে শশী থারুরের বিরুদ্ধে বিদেশি ভ্যাকসিনের প্রচার চালানোর জন্য অভিযোগ করেছিলেন বিবেক।
'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী𒁏কে একহাত নিয়ে শশী থারুর টুইটে লেখেন, ‘এট🍷ি স্পষ্ট যে এটা একধরনের সস্তার প্রচার কৌশল, কিন্তু উদ্বেগের বিষয় হল যে একটা মিথ্যের বারবার পুনরাবৃত্তি হলে, কিছু লোক সেই মিথ্যেটাকেই বিশ্বাস করতে শুরু করেন। আমি আইনি পরামর্শ চাইছি।’
এর আগে এক সাক্ষাৎকারে শশী থারুরকে আক্রমণ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বলেছিলেন, সেলিব্রিটিদের টাকার বিনিময়ে কোনও কিছুর প্রচার করে তাতে আমার কোনও আপত্তি নেই। তবে সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের এটি করা উচিত নয়। আর এরপরইে বিবেক বিবেক অগ্নিহোত্রী 🌊দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস সাংসদ শশী থারুরের নাম নেন।
বিবেক বলেন, 'এ🃏কজন ডানপন্থী ব্যক্তি কিছু অর্থের জন্য 'জওয়ান'-এর প্রচার করেন তবে তাতে কোনও সমস্যা নেই। এতে ওই ব্যক্তি শুধুই কিছু অর্থ উপার্জন করে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, বিরাট কোহলি এমন পণ্যের প্রচার করেন যা তাঁরা ব্যবহার করে না এবং কখনও ব্যবহার করবেনও না। এটা একধরনের ব্যবসায়িক লেনদেন। তবে সাংবিধানিক পদে থাকা লোকজন যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু প্রচার করার জন্য অর্থ নেন সেটা খুবই উদ্বেগজনক। যেমনটা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শশী থারুর সাব…।'
আরও পডুন-'তোর আমি কখনও কোনও ক্ষতি হ♚তে দেব না', হঠাৎ কাকে একথা বললেন আলিয়া!
আরও প💛ড়ুন-অভিনয় ছেড়ে পাক⛄াপাকিভাবে রাজনীতিতেই নতুন কেরিয়ার গড়ার কথা ভাবছেন কঙ্গনা?