নব্বইয়ের দশক থেকে ইন্ডাস্ট্রিকে একের পর এক দারুণ✅ গান উপহার দিয়েছেন জোজো𝓡 মুখোপাধ্যায়। এখনও তার গানে নেচে ওঠে শ্রোতার মন। গানের দুনিয়ায় মিস জোজো নামে তিনি বেশি বিখ্যাত।
কিন্তু মঙ্গলবার সকাল থেকে রেগে আগুন গায়িকা। ফেসবুকের পাতায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন জোজো। দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। সেখাꦫনে দেখা গিয়েছে, উইকিপিডিয়াতে তার বিষয় ভুল তথ্য। গায়িকার কথায়, ‘আমি মেয়ে, এ দিকে আমার বউ ঝুম্পা! আমার ছবিটি তো ঠিক দিয়েছে। সেটা দেখে🐻ও তো বোঝা উচিত ছিল আমি মেয়ে!’ দেখা যাচ্ছে, উইকিপিডিয়াতে তাঁর স্বামী নাম বদলে মেয়ের নাম হয়েছে গিয়েছে। দেখাচ্ছে ঝুম্পা নাথানিয়াল। ছেলের নাম বলা হয়েছে জিজো নাথানিয়াল।
গোটা বিশ্বের তথ্যের সম্ভার হিসাবে বিখ্যাত উইকিপিডিয়া। জোজোর জন্মসাল থেকে স্বামী, সন্তানদের নাম সবটাই ভুল দেখাচ্ছে সেখানে। কিন্তু সেখানে এমন ভুল তথ্য দেখানো হচ্ছে কেন? ফেসবুকে স্ক্রিনশট শেয়ার🐼 করে গায়িকা লিখেছেন, ‘এসব কি উলটোপালটা, এগুলি কারা আপলোড করে। ভুলভাল তথ্য’। গায়িকার এই পোস্ট যথারীতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: দত্তক নিয়েছেন পুত্র সন্তান, দ্বিতীয়বার মা হয়ে ওঠার জার্নি কেমন ছিল? জানা🐻লেন জোজো