আম্বানিদের তৈরি প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেসের গ্র্যান্ড লঞ্চ শুক্রবারই অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয়🧜 দিন। বলি তারকাদারে পাশাপাশি এদিনও নীতা-মুকেশ আম্বানিদের ডাকে এক ছাদের তলায় পাওয়া গেল একঝাঁক হলি তারকাদের।
এদিন জিজি হাদিদকে পাওয়া গেল সাদা-সোনালি শাড়িতে। পরনে সোনালি ব্লাউজ, হাত ভর্♎তি চুরি, কাܫনে কানপাশা, টেনে বাঁধা চুল, সঙ্গে হালকা রূপটান আর ন্যুড রঙা লিপস্টিকে পাওয়া গেল জিজিকে। অন্যদিকে নীল রঙা সিকুইন শাড়িতে ঝলমল করলেন জেন্ডেয়া। সঙ্গে সোনালি রঙের বিকিনি কাট ব্লাউজ।
অন্যদিকে হলি সুℱপারস্টার টম হল্যান্ডের দেখা মিলল সাদা-কালো টাক্সিডোতে। হলি সেলেবদের পাশাপাশি এদিন বলি তারকারাও হাজির ছিলেন আম্বানিদের ইভেন্টে। প্রেমিক অর্জুন কাপুরের হাত ধরে এদিন এই সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধনে দেখা মিলল মালাইকার। ভূমি পেদেনকর, অনুশা দান্ডেকরদের দেখা মিলল এই তারকা ঝলমলে রাতে।
শুক্রবার সকালেই ভারতে এসꦛে পৌঁছেছিলেন জেন্ডেয়া, টম হল্যান্ডরা। ফ্যানেদের আশা ছিল গতকাল রাতেই আম্বানিদের অনুষ্ঠানে༺র লাল গালিচায় হাজির থাকবেন এই তারকারা। তবে তেমনটা ঘটেনি! তা বেশ হতাশ করেছিল ভক্তদের। ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে টম হল্যান্ডের দেখা মিলেছে স্পাইডারম্যানের ভূমিকায়, অন্যদিকে মেরি জেনের চরিত্রে অভিনয় করেছেন জেন্ডেয়া।
গত বছরই ইশা আম্বানি ঘোষণা করেছিলেন মা নীতা আম্বানিকে উৎসর্গ করে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেস তৈরির কথা, সেই মতো শুক্রবার উদ্বোধন হল 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে অবস্থিত এই সাংস্কৃতিক মঞ্চ। নীতা আম্বানির কথায়, ‘এটা আমার আজীবনের একটা স্বপ্ন। এটা আমাদের দেশকে উৎসর্গ করে তৈরি। আমাদের এই কালচারাল ▨সেন্টারের একমাত্র লক্ষ্য ভারতীয় শিল্পকলার প্রচার ও প্রসার’।