পুজোর বাদ্যি বেজে গিয়েছে। শহর জুড়ে আলো, মানুষের ঢল। ইতিমধ্যেই বহু মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। এরপর থেকে তো রোজই চলবে ঠাকুর দেখা। কিন্তু ঠাকুর দেখতে গিয়ে ভিড়, গাড়ির ধুলো, ধোঁয়ায় ত্বক ও মুখের বেহাল দশা হবে। আর তা নিয়ে পরের দিন নতুন পোশাকে সেজে উঠলেও সাজ সেভাবে ফুটে উঠবে না। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। আপনার রান্নাঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়েই রাতারাতি ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। নি𓂃শ্চয়ই ভাবছেন কী সেই বস্তু? গরম মশলার অন্যতম প্রধান মশলা দারুচিনি।
বাইরে থাকা, সারাদিনের ঘোরাঘুরিতে ত্বকের নানা সমস্যা হয়। দূষণ এবং সূর্যের ⛄আল🍎ো মুখে ট্যানের সৃষ্টি করে, যার কারণে মুখের উজ্জ্বলতা কমে যায় এবং প্রাণহীন দেখাতে শুরু করে। সেক্ষেত্রে দারুচিনি দিয়ে নানা রকমের ফেসপ্যাক বানিয়ে তা মুখে লাগাতে পারেন। কীসের কিসের সঙ্গে দারুচিনি ব্যবহার করলে মুখ উজ্জ্বল হবে দেখে নিন।
দারুচিনি ও মধু: দারুচিনির গুঁড়োর সঙ্গে মধুর মিশিয়ে মুখে লাগাতে পাꦉরেন। এই মিশ্রণ ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। এই প্যাকটি ঘাড়ের অংশে লাগাতে ভুলবেন না।
আরও পড়ুন: পুজোয় ডিম দিয়ে 𝔉রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি
দারুচিনি ও লেবুর রস: লেবুর রসের সঙ্গে দারুচিনি গুঁড়ো মিশিয়ে ফেসিয়াল পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্ট ত্বক উজ্জ্বল করতে খুবই সহায়ক। শুধু 🍎তাই নয়, এটি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।
গোলাপজলের সঙ্গে দারুচিনি: গোলাপজলের সঙ্গে দারুচিনি গুঁড়ো মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। গোলাপ জল ত্বকের পিএইচ লেভেলকে স্বাভাবিক করে। এছাড়া এর মিশ্রণ ত্বককে ঠান্ডা করে এব♛ং মানসিক চাপ কমায়।
আরও পড়ুন: উত্সব শুরু! সাজগোজের পাশাপাশি ত্বকের যত্ন কিন্তু নিতেই হবে, মিস🍃 করবেন না যেগুলি
দারুচিনি ও অ্যালোভেরা জেল: দারুচিনি ও অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুবই উ🧸পকারী। ত্বকের প্রতিটি সমস্যায় এটি কার্যকরী। এটি ব্রণ এবং ট্যানিং দূর করে এটি অনেক ঘরোয়া প্রতিকারে ব্যবহৃত হয়। আপনার ত্বক শুষ্ক হলে দারুচিনি এবং অ্যালোভেরার মিশ্রণ লাগাতে প❀ারেন। এটি ত্বককে হাইড্রেট করে এবং জ্বালা প্রশমিত করে।
আরও পড়ুন: ইলিশ ভোগ🍷, বেনারসি শাড়ি পান মা, ৫০০ বছর পুরনো এই পুজোয় আজও নামে মানুষের ঢল
দারুচিনি ও চন্দন গুঁড়ো: দারুচিনি ও♎ চন্দন গুঁড়ো মিশিয়ে পেস্ট লাগাতে পারেন । এই পেস্ট ত্বককে ঠান্ডা করে এবং মসৃণ করে।