হজমের সমস্যা চটজলদি দূর হবে যেসব টোটকায়
1 মিনিটে পড়ুন Updated: 13 Apr 2023, 06:17 PM IST Piu Dey চৈত্রের গরমে নাজেহাল? পাল্লা দিয়ে বেড়েই চলেছে গরম। সঙ্গে বাতাসে জীবানুর বাড়বাড়ন্ত। ঘাম বসে হচ্ছে সর্দি কাশি। আবার কান পাতলে শোনা যাচ্ছে করোনা জেগে উঠেছে। এমন অবস্থায় শরীরের যত্ন কতটা প্রয়োজন বলার বাকি রাখে না। মাঝে মাঝে বহু পথ্য নিয়েও কোনও লাভ হয় না। অথচ আয়ুর্বেদিক উপায়ে সেরে যাবে এই সব রোগ।