এক ধাক্কায় বিল এসেছে ৪৫,০০০ টাকা! চক্ষু চড়কগাছ ব্যক্তির। আর ꦚকারেন্টই চাই না তাঁর। ডিপ্রেসড হয়ে বলেছেন, মোমবাতি জ্বালাবেন♛। ভুতুড়ে বিলটি দেখে হাঁফ ধরেছে নেটিজেনদেরও।
ভারতের বিশাল জনসংখ্যা, তাপপ্রবাহের জেরে প্রায় তটস্থ। ইলেকট্রিক বিলও এই তালে লা▨ফিয়ে লাফিয়ে বেড়েছে। নাজেহাল হয়েছেন সাধারণ মধ্যবিত্তরা। মে জুন মাসের গরম ঝলসে দিয়েছে মানুষকে। এদিকে অতিরিক্ত এসি চালিয়ে ৪৫,০০০ টাকারও বেশি অংকের বিল দিতে হয়েছে এক ব্যক্তিকে। সেই নিয়েই এখন হুলুস্থুল সোশ্যাল মিডিয়া।
আসল কাণ্ডটি কী ঘটেছে
আসলে, সম্প্রতি এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক বিদ্যুতের বিলের ছবি শেয়ার করেছিলেন। গুরুগ্রামের বাসিন্দা তিনি। পেশায় একজন সিইও। নাম জসভীর সিংম পেটিএম-এর মাধ্যমে তাঁর দুই মাসের বি🌸দ্যুৎ পেমেন্টের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন এদিন। পোস্টে দেখা গিয়েছে, গত ২ মে ৪৫,৪৯১ টাকার বিল দিয়েছেন তিনি। সিং ছবির ক্যাপশনে লিখেছেন, বিদ্যুতের বিল দেওয়া হয়ে গিয়েছে, এখন মোমবাতিতে ব্যবহার করার কথা ভাবছি।
সমব্যথি নেটিজেনরাও, শেয়ার করেছেন দুঃখের কথা
এই পোস্টটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। মানুষ নিজেদের আকাশচুম্বী বিদ্যুৎ বিল সম্পর্কে নিজেদের🦩 অভিজ্ঞতা শ💦েয়ার করেছেন।
একজন বলেছেন, টাটা পাওয়ার ২৫ শতাংশ দাম বাড়িয়েছে এবং হুইলিং চার্জ এবং জিএসটি সহ এটি ৪০ শতাংশ বৃদ্ধির পেয়েছে। @NarendraModi @OfficeOfRKSingh, এটা গ্রহণযোগ্য নয়। প্রচণ্ড তাপ শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়া বাঁচা অসম্ভব। আরও একজন কৌতুহল বশত𝓀 জিজ্ঞাসা করেছেন, ওরা কি 🍌আপনার থেকে ভুল চার্জ করেছে নাকি আপনি খুব বেশি এসি ব্যবহার করেছেন? আপনার বাড়িতে কয়টি এসি আছে এবং কতক্ষণ চলে?
আরও পড়ুন: (Watch Video: দাড়ি কেটেছে ছেলে, রেগে আগুন হয়ে এক চড় মারলেন বাবা! ভাইরাল ভিডিয়ো দেখে ঘোর সমা♈লোচনা)
তৃতীয় একজন বলেছেন, এই বিলের বিষয়টি যদি সত্যি হয়, আপনিও যদি আমার মতো নিজস্ব বাড়িতেই এখন থাকেন, তবে সৌরবিদ্যুতে স্যুইচ করুন। আমরা নিজের এর থেকে ভালো ফলাফল পেয়েছি। অন্য একজন নেটিজেন মন্তব্য করেছেন, এটি মূলত বেশি এয়ার কন্ডিশনার চালানোর জন্যই হয়েছে। একটি এয়ার কন্ডিশনার চালানো কিন্তু বেশ ব্যয়বহুল। আজকাল প্রতিটি ঘরেই একটি এয়ার কন্ডিশনার রয়েছে। পরিবারের কাউকে এটি বন্ধ করতে♐ বলাও যায় না। প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের আরও পাওয়ারফুল এয়ার কন্ডিশনার প্রয়োজন। বিলও বাড়বে এর দরুণ। একজন ব্যবহারকারী লিখেছেন, 'তাহলে আপনার বাড়িটি কত বড়? এসি, লাইট, ওয়াশিং মেশিন, ড্রায়ার ইত্যাদি আপনি যদি এ꧒কই ইউনিট বিদ্যুত ব্যবহার করেন তবে আপনাকে এই টাকা তো দিতেই হবে। অনেকেই যদিও বলছেন, মিটার রিডিং ভুল হলেও হতে পারে এমনটা।