লেহেঙ্গা ছাড়া বিয়ে অসম্পূর্ণ মনে হয়। নিজের বিয়ে হোক বা ভাইবোনের বিয়ে, লেহেঙ্গা মেয়েদের প্রথম পছন্দ থেকে যায়। কিন্তু একবার পরার পর আর কেউ লেহেঙ্গা পরতে চায় না। বিশেষ করে ব্রাইডাল লেহেঙ্গা আলমারিতে রাখা থাকে। আজকাল আবার ব্রাইডাল লেহেঙ্গা পরার জন্য অনেক স্টাইল টিপস পাওয়া যাচ্ছে। কিন্তু লেহেঙ্গার সঙ্গে লম্বা চুনারি কেউ পরཧে না। আপনার লেহেঙ্গার চুনারিটি যদি শুধু আলমারিতে পড়ে থাকে, তাহলে জেনে নিন এটি ব্যবহারের স্মার্ট উপায়।
আরও পড়ুন - দাম্🐼পত্যে তৃতীয় ব্যক্তি আর কলকাঠি নাড়তে পারবে না! বিয়ের পর থেকেই মানুন এই নীতি
লেহেঙ্গার চুনারি থেকে শাড়ি তৈরি করুন
-ব্রাইডাল লু💙কের জন্য প্রায় সব মেয়েই দুটি চুনরি পরে। দুই, আপনি যদি আপনার উভয় চুনরি ব্যবহার করতে চান তবে শুধু একটি শাড়ি তৈরি করুন।
-সাধারণত লেহেঙ্গার চুনারি আড়াই থেকে তিন মি♐টারের কাছাকাছি হয়। এমন অবস্থায় দুটি চুনারি মিশিয়ে নিলেই সহজে তৈরি হয়ে য꧃াবে শাড়ি।
-এই চুনারির প্রস্থও বꦺেশি। যদি আপনার চুনারির প্রস্থ কম হয় তবে আপনি উপরের অংশে মানানসই সাটিন কাপড় লাগাতে পারেন। যা পেটিকোটের ভিতর টাক করতে ব্🍌যবহার করা যায়।
-দুটি চুনারির একটির প্রস্থ কম হলে পল্লুর দিকে যোগ করুন🅷।
আরও পড়ুন - চꦅুল পড়া আটকাতে চান? 𓆉গোড়া মজবুত করতে চান? এই ৪টি জিনিস লাগান