এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা মোটামুটি সারা বছরই ফ্যান চলে। বিশেষ করে সিলিং ফ্যানের তো কোনও বিরাম নেই। একটানা চলতে চলতে বেচারা ক্লান্ত হয়ে পড়ে, তাই মাঝে মাঝে ফ্যান পরিষ্কার করে তাক♏ে করে তুলুন চকচকে।
সিলিং ফ্যান যদি সঠিকভাবে পরিষ্কার না করা থাকে তাহলে ময়লা জমে খাওয়ার স্পিড কমে যায়। শুধু তাই নয়, অতিরিক্ত ময়লা জমে গেলে সেই ময়লা একসময় খাটে বিছানায় ছড়িয়ে যায়। তাই একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে সিলিং ফ্যান পরিষ্কার করতেই হবে।
সিলিং ফ্যান পরিষ্কার করার প্রথম পদ্ধতি
প্রথমেই বিছানার উপর কোনও বাতিল বা পুরনো চাদর পেতে ফেলুন। এরপর শুকনো কাপড়ের টুকরো নিয়ে হালকা কর🌃ে ফ্যানের ব্লেড গুলি পরিষ্কার করুন। ফ্যান পরিষ্কার করার সময় চোখ বাঁচিয়ে কাজ করবেন কারণ চোখে ময়লা পড়লে অন্য বিপদ হতে পারে।
(আরও পড়ুন: আপনি কী আইসক্রিম💝ের পোকা? আইসক্রিম দিবসে জানুন ভারতের ৮টি সেরা দোকানেরꦫ ঠিকানা)
ফ্যান পরিষ্কার করার দ্বিতীয় পদ্ধতি
প্রথমে শুকনো কাপড় দিয়ে ব্লেড পরিষ্কার করার পর একটি ভেজা কাপড় নিন। ভেজা কাপড় দিয়ে ভালো করে আবার ফ্যানের ব্লেড পরিস্কার করুন। এতে যদি কোনও নোংরা আটকে থাকে ফ্যানের ব্লেডে💯, তাহলে তা পরিষ্কার হয়ে যাবে। তবে মনে রাখবেন, ভেজা কাপড় যখন ব্যবহার করবেন তখন যেন কোনও বিদ্যুৎ সংযোগ না থাকে।
ভেজা কাপড় দিয়ে ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় পারলে অল্প ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট ব্যবহার করলে ফ্যানের ব্লেডে লেগে থাকা নোংরা আরও ভালো পরিষ্কার হয়ে যাবে। তবে একা একা এই সমস্ত কাজ করবেন না। অন্য একজনকে বলবেন মই বা টুল ধরে রাখতে। না হলেꦗ যে ⛎কোনও সময় বিপদ হতে পারে।
(আরও পড়ুন: হার্ট ভালো রাখতে চান?🥃 নিয়ম করে এই খাবারগুলি খান, কয়েকটি তোಌ দারুণ কাজের)
ফ্যান পরিষ্কার করার তৃতীয় পদ্ধতি
পুরনো বালিশের কভার থাকলে সেটি ফ্যানের ব্লেড এর মধ্যে ঢুকিয়ে দিন। এবার কাপড়ের মুখ চেপে হাল♏কা করেও বাইরের দিকে টেনে নিন। তাহলে দেখবেন সমস্ত ময়লা কভারের মধ্যেই রয়েছে আর আপনাকে আলাদা করে খাটতে হবে না। বালিশের কভারের পরিবর্তে খবরের কাগজও ব্যবহার করতে পারেন আপনি।