পেটের ক্যানসারের আরেক নাম কোলন ক্যানসার। তবে এই ক্যানসার অন্যান্য ক্যানসারের তুলনায় খুব কম সংখ্যক লোকের হয়ে থাকে। আর এই রোগটি মহিলাদের তুলꦺনায় পুরুষদের বেশি হয়। তাই এই রোগ সম্পর্কে আপনার বেশ কিছু জিনিস জেনে রাখাꦗ প্রয়োজন।
বিগত কয়েক বছরে ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এই কর্কট রোগের শিকার পৃথিবীর বহু মানুষ আর দিন দিন তা🐓র সংখ্যা বেড়েই চলেছে। একাধিক ধরনের ক্যানসার আছে যার অন্যতম হল পাকস্থলীর ক্যানসার। এই ক্যানসার তুলনায় কম হলেও হয়। এই রোগের বিষয় কটি জিনিস জেনে রাখা আবশ্যক।
কখন এই রোগ হয়?
এটি মূলত বয়স্কদের হয়ে থাকে। পাকস্থলীর ক্যানসার ষাটোর্ধ পুরুষদের বেশি হয়ে থাকে। ৬০ থেকে ৭৫ বয়সী পুরুষদের মধ🦄্যেই এই রোগটি বেশি থাবা বসায়। মহিলারাও এই রোগে আক্রান⭕্ত হন, তবে কম তাও ৭০ বছর পেরিয়ে।
কেন হয় এই রোগ?
মানসিক চাপের কারণেই মূলত কোলন ক্♓যানসার হয়ে থাকে। তাই যদি আপনি অতিরিক্ত মানসিক চাপে ভোগেন তাহলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কোলন বা পাকস্থলীর ক্যানসারের লক্ষণ কী?
পাকস্থ♑লীর বিভিন্ন অংশে এই রোগ হতে পারে। কিন্তু আপনি কিছু লক্ষণ দেখে সতর্ক হতে পারেন। দেখে নিন কোꦓন লক্ষণ।
- মাথা ঘোরা
- এনার্জি কম থাকা বা ক্লান্ত থাকা
- মলের রং কালো হলে
- বমি ভাব থাকা
- বমিতে রক্ত আসা
- খিদে কমে যাওয়া
- খাবারের গন্ধ সহ্য করতে না পারা
- পেটে ব্যথা
- ওজন কমে যাওয়া
এই রোগের চিকিৎসা সম্পর্কেও জেনে রাখুন
এই লক𒅌্ষণগুলোর কোনটা দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন দ্রুত। ফেলে রাখবেন না। জানবেন এক রোগটি ভীষণই বিরল। কিন্তু যদি প্রথ স্টেজে ধরা পড়ে তাহলে অপারেশনের মাধ্যমে সেটা দূর করা যায়।