গরমকালে দই খ🌠েলে শুধু শরীর ঠান্ডাই থাকে না, পাশাপাশি তাড়াতাড়ি খাবারও হজম হয়। রোজ এক বাটি দই খেলে শরীর ডিটক্স হয়। কিন্তু এমন ৫টি খাদ্য বস্তু রয়েছে, যা দইয়ের সঙ্গে খেতে নেই। কারণ দইয়ের সঙ্গে এই ৫টি খাবার খেলে টক্সিন সৃষ্টি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
আꦆম ও দই- ভুলেও এক সঙ্গে আম ও দই খাবেন না। দুটি এক সঙ্গে খেলে শরীরে টক্সিন সৃষ্টি হয়।
বিউলির ডাল- আবার দইয়ের সঙ্গে বিউলি ডালও﷽ খাওয়া♏ উচিত নয়। এক সঙ্গে খেলে এই দুটিই শরীরের পক্ষে ক্ষতিকর প্রমাণিত হয়।
দুধ ও পেঁয়াজ- দুধ ও পেঁয়াজ এক সঙ্গে খেলে অ্যাসিডিটি, গ্যাস হয়, এমনকীꦐ বমি পর্যন্ত হতে পারে। পাশাপা𒊎শি হজমেও সমস্যা দেখা দেয়।
মাছ ও দই- দইয়ের সঙ্গে মাছ খেত𓃲ে নেই। শরীরে এর দুষ্প্রভাব পড়ে ও নানান রোগ দেখা দেয়।
ভাজাভুজি- পরোটার সঙ্গে অনেকেই দই খেয়ে থা๊কেন। 🦄তবে এ ভাবে খাওয়া উচিত নয়। এর ফলে হজমে সমস্যা দেখা দিতে পারে।
Di𝄹sclaimer- এই প্রতিবেদনের নৈতিক দায়িত্ব হিন্দুস্তান টাইমস বাংলার নয়। তাই পাঠকদের কাছে আবেদন জানানো হচ্ছে, যে কোনও উপায় অবলম্বনের পূর্বে যথাযথ সাবধানতা অবলম্বন করবেন। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিতে পিছপা হবেন না। আপনাদের তথ্ꦿয সমৃদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।