Blueberries: দেখতে ছোট হলেও ব্লুবেরির গুণ কিন্তু মারাত্মক! প্রতিদিন খেলে বুঝবেন লাভ Updated: 31 May 2024, 12:30 PM IST Swati Das Banerjee Share Blueberries: রোজ ব্লু বেরি খেলে শরীর থাকবে সুস্থ। জানুন এই ফলটির গুনাগুণ সম্পর্কে বিস্তারিত। 1/6ছোট্ট মিষ্টি একটি ফল হল ব্লুবেরি। তবে দেখতে ছোট হলেও এর পুষ্টিগুণ কিন্তু একেবারেই ছোট নয়। এর মধ্যে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, সাইবার এবং অন্যান্য উপকারী যৌগ। স্বাভাবিকভাবেই এত গুণ থাকার জন্য প্রতিদিন যদি আপনি ব্লুবেরি খান তাহলে আপনি পাবেন একাধিক রোগ থেকে মুক্তি। জানুন ব্লুবেরি খেলে কোন কোন সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। 2/6হৃদরোগের ঝুঁকি কমায়: ব্লুবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে অ্যান্থোসায়নিন, যা থাকার জন্য এই ফলটির রং হয় নীল। ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মানসিক অবসাদ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। 3/6রক্তচাপ কমায়: প্রতিদিন ব্লুবেরি খেলে উচ্চ রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। হাই ব্লাড প্রেসার যে হার্ট অ্যাটাকের অন্যতম কারণ, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই প্রতিদিন ব্লুবেরি যদি আপনি খেতে পারেন সে ক্ষেত্রে রক্ত নালীগুলির প্রসারণ বেড়ে যায় এবং রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। 4/6কোলেস্টেরল কমায়: হৃদরোগের আরো একটি কারণ হলো উচ্চমাত্রার কোলেস্টেরল থাকলে হার্ট ব্লক হয়ে যায় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো ঝুঁকি বেড়ে যায়। ব্লুবেরি কোলেস্টরেল কমিয়ে আপনাকে সুস্থ জীবন প্রদান করে। 5/6কার্ডিওভাসকুলারের ঝুঁকি কমায়: প্রতিদিন ব্লুবেরি খেলে অ্যান্ডথেলিয়াল ফাংশন ভালো করে এবং রক্ত প্রবাহের পথে কোনও বাধা সৃষ্টি করে না। রক্তে ক্লট জমে যাওয়া সম্ভাবনা থাকে না বলেই আপনার কার্ডিওভাসকুলারের ঝুঁকি অনেকটাই কমে যায়। 6/6রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে: ব্লুবেরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা যে কোনও ডাইবেটিস রোগীর জন্য ভীষণ উপকারী। এই ফলের মধ্যে থাকা ফাইবার এবং পনিফেনল ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি