খাওয়ার সময়ে চেয়ারে বসতে পারেন। কাজ করার জন্য চেয়ারে ব🌃সতে পারেন। এমনকী খাটুনির পরে বিশ্রাম নিতেও বসতে পারেন। কিন্তু তা বলে শরীরচর্চার জন্য চেয়ারে বসা! তাও সম্ভব? এমনটাই বলছেন সোনু সুদ।
সম্প্রতি ইনস্টাগ্রামে সোনু একটি ছবি প্রকাশ করেছেন। লিখেছেন, দড়ির চেয়ার সবচেয়ে আরামদায়ক। আ🐻র ছবি দেখেই বোঝা যাচ্ছে, এই চেয়ারেই শরীরচর্চার অনেকটাই সেরে ফেলছেন অভিনেতা। কেমন সেই চেয়ার? না, আদপে কোনও চেয়ার 🦋নয় সেটি। আসলে শুধু দুটো দড়িই রয়েছে সেখানে। দু’হাতে দড়ি দু’টি ধরে শূন্যে ঝুলে রয়েছেন অভিনেতা। পা দু’টি মাটির সঙ্গে সমান্তরালে রয়েছে।
এভাবে ঝুলে থাকলে পেটের পেশির উপর চাপ পড়ে। তাতে কমে পেটের মেদ। হাতের পেশির জোরও বা🎃ড়ে। তাই এমন মজার চেয়ার বেছে নিয়েছেন সোনু।
তিনি শরীরচর্চায় নিয়মিত সময় দেন, সে কথা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে জানান অভিনেতা। সেই কারণেই এই ছবি দেখে অবাক হননি তাঁর অনুগামীরা। শুধু মজা পেয়েছেন, ছবির বর্ণনা দেখে। ক🐼ারণ সোনুর কাছে ꦆএই ‘চেয়ার’ যতটা আরামদায়ক, বাকিদের কাছে ততটাও নয় বোধহয়।