পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Holi 2022: রং খেলার আগে এটা মাখুন, ২ মিনিটে উঠে যাবে
রঙ খেলার মজাই আলাদা। কিন্তু দোলযাত্রার দিন বাড়ি এস💫ে সেই রঙ তুলতে গিয়ে সেটাই সাজা মনে হয়। বিশেষত কড়া, খারাপ মানের রঙ মাখানো হলে, তা তুলতে গেলে কালঘাম ছুটে যায়। তাছাড়া ত্বকের ক্ষতিও হয়। অনেকেরই দেখা যায় দোলের পর সারা গা 🔜জুড়ে ফুসকুড়ি, চিড়বিড় ইত্যাদি রিঅ্যাকশন হচ্ছে।
রঙ খেলতে গেলে এটুকু হবেই। নিজের পরিবার🤪ের সদস্যদের হয় তো ভাল রঙ ব্যবহারের বিষয়ে বলতে পারবেন। কিন্তু বাকিরা, বাইরের লোকে কে কী রঙ ব্যবহার করছেন, তা নিয়ন্ত্রণ 🌃করা সম্ভব নয়।
তবে, একটি জিনিস করলে কিছুটা কমাতে পারেন ক্ষতির পরিমাণ। বাড়ি এসে স্নানঘরে💖 বেশি কষ্টও করতে হবে না। অল্প চেষ্টাতেই উঠে যাবে রঙ। কোন কাজ?
প্রাক-হোলি সাবধানতা:
- রঙের সাথে খেলার অন্তত ১৫ মিনিট আগে করতে হবে এই কাজ। সানস্ক্রিনের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিন। এরপর গায়ে, মুখে ভাল করে মেখে নিন। বিশেষত কান, ঘাড় এবং হাতে মাখুন। এর ফলে ত্বকের লোমকূপের উপর একটি আস্তরণ পড়ে যাবে। সহজে রঙ ভিতরে প্রবেশ করবে না।
- দোলের আগের দিন ব্লিজ, এক্সফোলিয়েশন করবেন না।
দোল খেলার সময়ে :
- নিজে ভেষজ আবির কিনুন। সকলকে ভেষজ আবির ব্যবহারে উত্সাহিত করুন।
- কেউ অন্য রঙ মাখাতে এলে তাঁকে আপনার ত্বকের সমস্যার কথা বুঝিয়ে বলুন। একটু না হয় অ্যালার্জির 'গুল' দিয়ে দিন।
- চুলে ক্যাপ পরে নিন। চুলে রঙ লাগানো এড়িয়ে চলুন।
- কেউ যখন রঙ মাখাবেন, তখন অবশ্যই চোখ ও মুখ বন্ধ করে নেবেন। চোখের উপরের অংশ হাতে করে ঝেড়ে তবেই চোখ খুলুন।
দোল খেলার পর :
- বাড়ি এসে প্রথমেই জলে ভাল করে ধুয়ে নিন। শুধু জল দিয়েই যতটা সম্ভব রঙ তুলুন।
- এরপর সাবান ব্যবহার করুন।
- লুফা দিয়ে হালকা হাতে ঘষতে পারেন। ভেজা গামছাও ব্যবহার করা যায়। কিন্তু অতিরিক্ত ঘষবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে।
- শ্যাম্পু করে নিন ভাল করে।
- ফেস স্ক্রাব করুন।
- স্নানের পর কোনও হালকা ময়েশ্চরাইজার মেখে নিন।
- অল্প-আধটু রঙ লেগে থাকা নিয়ে চিন্তা করবেন না। ওটা সময়ের সঙ্গে উঠে যাবে। প্রতি বছরের মতোই।