রাত পোহালেই হোলি। রঙের উৎসবে মাতোয়ারা হতে চলেছে গোটা দেশ। বিভিন্ন প্রান্তে হোলির রঙ উজ্জ্বল হওয়ার অপেক্ষায়। ব্রজভূমি থেকে শুরু করে চৈতন্যধাম, সর্বত্রই হোলির আনন্দ ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। বিভিন্ন রীতি মেনে পুজো পার্বনের মাঝে পালিত হচ্ছে দোল পূর্ণিমা। এমন এক দিনে আপনজনকে শুভেচ্ছা বার্তা পাঠানোর চিরাচরিত নি♈য়ম রাত পোহালেই দেখা যাবে। তবে শুধু টেক্সট মেসেজ কেন? হোয়াটস অ্যাপের মতো প্ল্যাটফর্মেও রয়েছে শুভেচ্ছা বার্তা পাঠানোর অত্যাধুনিক সুযোগ। একনজরে দেখা যাক সেই হোয়াটস অ্যাপে হোলির শুভেচ্ছায় স্টিকার কীভাবে ডাউনলোড কর🌜া যায়।
- গুগল প্লে স্টඣোর থেকে খুব সহজেই হোলি স্প🐎েশাল হোয়াটস অ্যাপ স্টিকার ডাউনলোড করতে যায়।
-এজন্য নিজের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপে যান।
-এরপর স্মাইলি যে অংশে রয়েছে সেখানে ক্লিক করুন।
- উল্লেখ্য, এর আগে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে হোলি স্পেশ্যাল🦩 হোয়াটসঅ্যাপ স্টিকার।
-এদিকে হোয়াটসঅ্যাপে গিয়ে GIF বা স্টিক✃ার অপশন পাবেন।
-এরপর গেট মোর স্টিকার অপশনে ক্লিক করতে হবে।
-আপনার ফোনে এরপর গুগল প্লে স্টোর উইন্ডো খু♔লে যাবে।
-আসবে সার্চ অপশন।
-সার্চে গিꦿয়ে হোলি বা হ্যাপি হোলি , শব্দগুলি লিখে সার্চ করতে হবে।
-আসবে অনেক কয়টি স্টিকারের অপশন।
-সেগুলি ডাউনলোড করে নিতে হবে।
- এরপর ফের একবার যান হোয়াটসঅ্যাপে।
-স্টিকার অপশনে ক্লিক 💫করলেই পাবেন🌄, ডাউনলোড করা স্টিকারগুলি।
-এরপর এই স্টিকার পাঠিয়ে দিন বন্ধুদের।