Kali Puja 2024 Theme:মণ্ডপ জুড়ে ভয়ের আলোর খেলা। আর তার সঙ্গেই চলছে কিছু নরনারীর ভয় ধরানো উপস্থাপনা। তাদের নাচের বিভঙ্গে ফুটে উঠছে বীভৎস✅তা। আলো ও নাচের সম্মিলিত উপস্থাপনা ভয়ের উদ্রেক করতে বাধ্য। শশ্মানকালীর পুজোয় দক্ষিণ কলকাতার এমনই থিম হল এবার। ইনস্টাগ্রামে গোটা থিমের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল। টালিগঞ্জের রসা শক্তি সেবক সংঘের (Russa Shakti Sevak Sangha Tollygunge) পুজোয় এই থিমের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন - মা কালী𝓀র ৩ মূর্তি তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরে! বাকি দুটি কোথায় প্রতিষ্ঠিত জানেন
শশ্মানকালীর ভয়াল রূপ
কালীর বিভিন্ন রূপের মধ্যে ভয়ঙ্করতম রূপটি হল শশ্মানকালী Kali Puja 2024)। শশ্মানকালীর কৃষ্ণবর্ণা দেবীই পূজিত হচ্ছেন রসা শক্তি সেবক সংঘে। তবে থিমের জন্য মানুষদের ব্যবহার করা হল এবার। একটি নাচের ট্রুপের সাহায্য নিয়ে গোটা থিমকে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু যে নাচের বীভৎস বিভঙ্গ থিমের বিষয় তা নয়। এর সঙ্গে বেশ কিছু অভিনয়ও র🍎য়েছে। গোটাটাকে মিলিয়ে বলা চলে নৃত্যনাট্যের আঙ্গিক। তার মাধ্যমেই বার্তা দেওয়ার চেষ্টাও রয়েছে। সমাজে নারীদের অবস্থান একদিকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে তাদের শ্রদ্ধা করার বার্তাও ফুটে উঠেছে উপস্থাপনায়।
আরও পড়ুন - সার্ভিস কালীকে পুজো দিলেই হবে চাকরি! এই বিশ্বাসেই বাঁকুড়ায় ভিড় করেন🍰 লক্ষ ভক্ত
আরও পড়ুন - মায়ের হাতে🦩 খুন ❀মেয়ে! আরজি কর, সমাজ না মনোরোগ— আসল ‘অপরাধী’ কে
নারীও ধারণ করে ভয়ঙ্করী রূপ
নারীও ভয়ঙ্করী হয়ে উঠতে পারে সময় বিশে🎐ষে। দীর্ঘ সময় ধরে অত্যাচার সহ্য করতে করতে একসময় ভেঙে যায় ধৈর্যের বাঁধ। তখন প্রকাশিত হয় সেই ভয়ঙ্করী রূপ। ইনস্টাগ্রামের ভাইরাল (Viral Video) রিলে বিভিন্ন ছোট ছোট দৃশ্যের পাশাপাশি এমন📖 একটি উপস্থাপনাও তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে, কীভাবে একজন অত্যাচারী পুরুষকে উচিত শিক্ষা দিতে হয়েছে।
আরও পড়ুন - মদ বা কারণবারি ছাড়া কেন অসম্ඣপূর্ণ কালী আরাধনা? কীভাবে শুরু এই প্রথার
বারাসাতের মতো পরিচিত বৃত্তের বাইরে
প্রসঙ্গত, কালীপুজো মানেই অনেকের কাছে বারাসাত, নৈহাটি, মধ্যমগ্রাম। কলকাতার সাধারণত সেই তালিকায় থাকে না। তবে গত কয়েক বছর ধরেই থিমের চমক দিচ্ছে কলকাতার বিভিন্ন পুজো🏅। ২০২৪ সালে টালিগঞ্জের রসা শক্তি সংঘ ক্লাবের পুজোও তেমনই এক উপস্থাপনা করল। রিলের কমেন্টে সেকশনে মানুষের মুগ্ধতাও ছিল চোখে পড়ার মতো।