করোনা আবহে কী করে নিজের যত্ন রাখবেন? একটার পর একটা টিপস দিয়ে যাচ্ছেন মালাইকাআরোরা। সম্প্রতি মালাইকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরও একটি যোগ𒀰াসনের বিষয়ে খুঁটি𓄧নাটি তথ্য শেয়ার করেছেন। যা চমকে দিয়েছে সক্কলকে। সবার মুখে একটাই কথা! ৪০ পেরিয়েও কী করে এত ফিট তিনি!
Camatkarasana যোগা করতে দেখা গিয়েছে মাল্লাকে। তাঁর নির্মেদ শরীর, টানটান দেহভঙ্গি চমকে দিয়েছে সকলকে। শুধু যোগার ছবি পোস্ট করেই ক♛্ষান্ত হননি মালাইকা। সঙ্গে এটি কী করে করতে হবে, এর উপকারিতা কী সে বিষয়েও বিশদে তথ্য দিয়েছেন। সাদা নীল ক্রপ টপ ও কালো টাইটসে দেখা গ🐟িয়েছে তাঁকে।
মালাইকা বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছেন যোগাতাঁর ফিটনেসের মূল মন্ত্র। সকালে ঘুম থেকে উঠে তিনি প্রথমে যোগা করেন, তারপরে করেন অন෴্যান্য ওয়ার্কআউট যেমমন, দৌড়ানো এবং সাঁতার কাটা ইত্যাদি। তাঁর মতে, প্রতিদিন সকলের সুস্থ থাকতে অন্তত ৩০ মিনিটের হাঁটা প্রয়োজন। সঙ্গে সঠিক ডায়েট তো আছেই। শুধু মালাইকা নন, যে ൲কোনও বিশেষজ্ঞরাই জানান, ফিট থাকতে প্রয়োজন ২০ শতাংশ অনুশীলন এবং ৭০ শতাংশ ডায়েট। তাহলে আপনিও পেতে পারেন মালাইকার মতো ইর্ষণীয় ফিগার।