ঐতিহাসিক সময় থেকে বর্তমান সময়, বিভিন্ন সময়ই মানুষ তার পরিচিত গণ্ডি পেরিয়ে দেশান্তরে পাড়ি দিয়েছে বিভিন্ন কারণে। কেউ কেবলমাত্র ভ্রমণের উদ্দেশে, কখনও ব্যবসা-বাণিজ্য কিংবা দেশ বিদেশের সমাজ-সংস্কৃতি জানার জন্যও কত মানুষ পাড়ি দিয়েছে ভিনদেশে৷ সম্প্রতি শিরোনামে এসেছে কানাডারꦺ এমনই এক ব্যক্তির নাম। জেসমিন সিং সাহানি কানাডা থেকে সাত সাগর তেরো নদী পার করে ভারতে এসেছেন, তবে ফ্লাইট কিংবা জলপথে নয়। নিজেই চালকের আসনে বসে এসইউভি চারচাকা গাড়ি চালিয়ে প্রায় ১৯ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ভারতে পৌঁছেছেন তিনি।#
আরও পড়ুন: Primary TET 2023: প্রাথমিকের টেট তো হল, নিয়োগ 🎀কবে হবে? ধাঁধার জবাবে কী বলছে পর্ষদ?
সাহানি তার গন্তব্যে পৌঁছানোর জন্য অতিক্রম করেছেন ১৮টি দেশের সীমানা। ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা খরচ করে প্রায় ১৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৪০ দিন। সাহানির অবশ্য পরিকল্পনা ছিল দুই থেকে দেড় বছর ধরে সড়ক পথ ভ্রমণের। সম্প্রতি পাকিস্তান-ভারত সীমান্ত ওয়াঘা অতিক্রꦛম করে কানাডা নিবাসী এই ভারꦕতীয় বংশোদ্ভুত ব্যক্তি ভারতে পৌঁছান। আত্মীয় পরিজনরা অপেক্ষা করছিলেন সীমান্তেই। এই সুদুর পথ অতিক্রম করতে তার সঙ্গী ছিল ফোর্ট কোম্পানির এসইউভি মডেলের গাড়িটি।
আরও পড়ুন: Job Vacancy: নতুন প্রজন্মের চাকরির জ♏ন্য নয়া উদ্যোগ! রাজ্যে শুরু হতে চলেছে একগুচ🎶্ছ প্রকল্প
তবে এখানেই শেষ নয়, সাহানি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন দুই থেকে আড়াই বছর তিনি গাড়িতে করে পৃথিবী চোষে বেড়াবেন। সেই কথা মতই ভারত ছেড়ে অন্য কোন গন্তব্যের দিকে এগিয়ে যাবেন সাহনি। তবে🦋 তার আগে মাস ছয়েক ভারতেই থাকবেন তিনি। আর এই ছ’মাস অবশ্য বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গেই শুধু সময় ব্যয় করবেন না তিনি। ভারতের বিভিন্ন প্রান্ত তিনি ঘুরে বেড়াবেন তার ফোর্ড কোম্পানির গাড়িটিকে নিয়ে। তবে এই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে স্থলপথের ভ্রমণের নজির অতীত ইতিহাস ঘাটলেও মিলবে। হাঁটা পথে কিংবা পরবর্তীতে সাইকেলকে সঙ্গী করে বিভিন্ন দেশ পরিক্রমণের নজির বিশ্বজুড়ে বহু মানুষের আছে। তবে আজকের সময় সোশ্যাল মিডিয়ার যুগে মুহূর্তেই ভাইরাল হয়েছে ১৯ হাজার কিলোমিটার অতিক্রম করে ভারতে আসার খবর।