বাঙালির নিজেদের জেমস বন্ড। মাসুদ রানা। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গের বাঙালিদেরও মন জয় করেছিল যে স্পাই-চরিত্র, সেই মাসুদের অ্যাডভেঞ্চার🦋 শেষ হল। প্রয়াত হলেন মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর।
কাজী আনোয়ার হোসেন একাধারে ছিলেন꧅ অনুব⛄াদক, প্রকাশক, চিত্রনাট্যকার। গানও গেয়েছেন তিনি। তবে সব কিছু ছাপিয়ে তার পরিচয় ছিল তিনি ‘মাসুদ রানা’র লেখক। সব মিলিয়ে প্রায় ৪৬৫টি উপন্যাসে তিনি হাজির করেছেন মাসুদ রানাকে।
অধ্যাপ⭕ক কাজী মোতাহার হোসেনের ছেলে কাজী আনোয়ার হোসেনের দুই ছেলে এবং এক মে🌟য়ে। তাঁর বোনদের মধ্যে রয়েছেন অধ্যাপক সনজীদা খাতুন।
কাজী আনোয়ার হোসেনের স্ত্রী ফর🀅িদা ইয়াসমিন আগেই মারা গিয়েছেন। খ্যাতিমান সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ফরিদার বোন। তাঁদের আর এক বোন সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমিন মারা গিয়েছেন।
ঢাকার বা▨রডেম জেনারে♏ল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে কাজী আনোয়ার হোসেনের মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে জানান তাঁর পুত্রবধূ মাসুমা মায়মুরা।
গত বছরের অক্টোবরে প্রোস্টেট ক্যা💙নসার ♓ধরা পড়লে কয়েক দফায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজী আনোয়ার হোসেন।
মায়মুরা বলেন, ‘গত বছরের অক্টোবর থেকে তিনি প্রোস্টেট ক্যানসারে ভুগছেন। শরীরিক অবস্থার অনবতি হলে ১০ দিন তাকে লাইফ 🃏সাপোর্টে রাখা হয়েছিল। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় একটা ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল।’
কাজী আনোয়ার হোসেনের খুড়তুতো ভাই কাজী রওনাক হোসেন জানান, মরদেহ বুধবার বারডেমের হিমঘরে থাকবে। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হব🉐ে। শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর বনান😼ী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
(Deutsche Welle-এর সূত্র অনুসারে)