বিরল এক অসুখ নিয়ে জন্ম হল কোয়া-র। কোয়া ইংল্যান্ডের সদ্যজাত এক শিশু। জন্মের সময়ে তাকে দেখে তার মা অ্যাশলি ফাউলার রীতিমতো আতঙ্কিত হয়ে ▨পড়েন। কী হয়েছে কোয়া-র? চি♕কিৎসকরাই বা কী বলছেন?
জানা গিয়েছে, কোয়া এক বিরল অসুখে আক্রান্ত। এর নাম Ga🍒stroschisis। প্রতি ১০ হাজার সদ্যজাতর মধ্যে তিন-চার জনের এই সমস্যা দেখা যায়। কিন্তু কোয়া-🌞র মতো এমন মারাত্মক অবস্থা সকলের হয় না।
কেমন অবস্থা হয়েছিল কোয়া-র? চিকিৎসকরা জানিয়েছেন, যে সব অঙ্গগুলো পেটের ভিতরে বেড়ে ওঠা বা পুষ্টি পাওয়ার কথা, এই অসুখে শিশুর সেই অঙ্গগুলো শরীরের বাইরে তৈরি হয়। কো।য়া-র ক্ষেত্রেও তাই হয়েছে। গোটা খাদ্যনালী-সহ পেটের অন্যান♚্য অঙ্গই তৈরি হয়েছে শরীরের ব൲াইরে।
তবে চিকিৎসকরা কোয়াকে সুস্থ করে ফেলেছেন। টানা তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর তার অস্ত্রোপচার করা হয়। সব অঙ্গ প্রত্যঙ্গই পেটের ভিতরে যথাস্🌠থানে বসানো সম্ভবও হয়েছে। এখন সে আর পাঁচটা শিশুরই মতো সম্পূর্ণ সুস্থ।
অ্যাশলি জানিয়েছেন, সন্তানকে ওই অবস্থায় দেখে তাঁরা রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। তার পরে চিকিৎসক পুরোটা বুঝিয়ে বলেন। তখনই তাঁরা ঠিক করেন সন্তানের নাম রাখবেন কোয়া। হাওয়াইয়ের ভাষায় এর অর্থ— যোদ্ধা। অ্যাশলির সন্তান কোয়াও একজন যোদ্ধা। আপাতত বিরল অসুখটিকে সারিয়ে ফেলে সে আর পাঁচটা শিশুর মতোই বড় হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, নিয়ম করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে ꦫযেতে হবে। শরীরে কোথাও কোনও অসুবিধা হলে পরবর্তী কালে আবার অস্ত্রোপচার করতে হতে পারে।