স্ত্রী নভজ্যোৎ করের স্টেজ ৪ ক্যানসারের সঙ্গে লড়াইয়ের ঘটনা এক সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোৎ সিং সিধু। তিনি জানান ৪০ দিনে কীভাবে স্টেজ ফোর ক্যানসা🌼রকে হারিয়ে দ꧙িয়েছেন স্ত্রী নভজ্যোত কর। তিনি জানান, সঠিক ডায়েট ও চিকিৎসার হাত ধরে তাঁর স্ত্রী সেরে ওঠেন। কোন ধরনের জীবনযাপনে এই সমস্যা কাটিয়ে ওঠা যায়, তারও তথ্য তুলে ধরেন সিধু।
সাংবাদিক সম্মেলনে সিধু জানান, তাঁর স্ত্রীর ডায়েটে রয়েছে নিমের জল, হলুদ, লেবুর জল, অ্যাপেল সিডার ভিনিগার। এরই সঙ্গে সিধু বলেন, কঠোরভাবে কার্বোহাইড্রেট ও চিনি থেকে দূরে থাকার কথা। ♛এছাড়াও ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা তুলে ধরেন সিধু। যা তাঁর স্ত্রীর জীবনধারণের অঙ্গ বলে জানান তিনি। সিধু জানান, তাঁর স্ত্রীর দিনে প্রথম খাওয়াটি শুরু হয় সকাল ১০.৩০ টায়, আর শেষ খাওয়াটি হয় সন্ধ্যা ৬.৩০ টায়। সিধু ওই সাংবাদিক সম্মেলনে এ জানান যে, তাঁর নিজের ওজন এর জেরে কমেছে ২৫ কেজি। যা তাঁর ফ্যাটি লিভারের পক্ষেও লাভদায়ক বলে জানান সিধু। সাংবাদিক সম্মেলনে সিধু বলেন,'চিকিৎসকরা বলে দিয়েছিলেন, নভজ্যোতের বাঁচার সম্ভাবনা মাত্র ৩ শতাংশ। কঠোর ডায়েট ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে নভজ্যোৎ অসম্ভবকে সম্ভব করেছেন।'
( RG Kar hospital: মর্গে মত্ত ৩ ডোমের মারপিটের জেরে তুলক🎃ালাম! আরজি করে ব๊ন্ধ হয় মর্গ)
নভজ্যোৎ কর গত বছর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা এ🥃ক্স পোস্টে জানান। তখন তাঁর স্বামী নভজ্যোৎ সিধু জেলবন্দি। ২০২২ সালে অনিচ্ছাত খুনের মামলায় তাঁকে জেলবন্দি করা হয়। সেই প্রসঙ্গ তুলে সিধু বলেন, ‘নভজ্যোৎ কখনও ভেঙে পড়েনি, সাহসের সঙ্গে ক্যানসারের মোকাবিলা করেন।’ পঞ্জাবের পাতিয়ালার রাজেন্𒆙দ্র মেডিক্যাল কলেজ নামক সরকারি হাসপাতালেই চিকিৎসা হয় সিধুর স্ত্রী নভজ্যোতের।
এদিকে, ক্যানসার নিয়ে সিধু যে ডায়েট ও ট্রিটমেন্টের কথা বলেন, তা নিয়ে শালবি সানার আন্তর্জাতিক হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান ড. রাকেশ শর্মা বলেন,' মিসেস সিধু ডায়াগনোসিস অনুযায়ী সমস্ত চিকিৎসা পেয়েছিলেন। সীমিত মেটাস্ট্যাটিক সাইট সহ স্টেজ-৪ ক্যানসার বর্তমান মানসম্মত যত্নের মাধ্যমে নিরাময় করা যেতে পারে। বেশ কিছু গবেষণায় ক্যানসারের চিকিৎসা/প্রতিরোধে কার্কিউমিন (হলুদে পাওয়া একটি উপাদান) এর উপকারিতার কথা বলা হয়েছে, কিন্তু মানুষের মধ্যে উপকারের সমর্থনে কোনও স্পষ্ট প্রমাণ নেই।' চিকিৎসক পুনিত গুপ্ত বলেন,' শুধুমাত্র ডায়েট দ্বারা🐭 ক্যানসার নিরাময় করা যায় 💦না। যাইহোক, সামগ্রিক ক্যানসার বিরোধী যত্নের জন্য খাদ্যতালিকাগত হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ রোগীদের রক্তাল্পতা, ওজন হ্রাস এবং ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় ভুগতে পারে।'