১৫ অগস্ট ভারত পালন করেছে দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস। দেশের স্বাধীনতার ৭৫ বছরের গর্বের অধ্যায়গুলি পূর্তির আনন্দ সারা দেশে দেখা গিয়েছে। 'হর ঘর তেরঙ্গা' থেকে শুরু করে একাধিক আয়োজনে ম𝓀েতে ওঠে সারা দেশ। তারই মাঝে সীমান্তের ওপার থেকে ভেসে এল ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন' এর সুরধ্ব🐟নি।
পাহাড়ি এলাকা। উপত্যকা জুড়ে সবুজ। দিগন্ত বিস্তৃত পাহাড়। আর তারই মাঝে রবাবের তন্ত্রে বাজছে 'জয় হে' ধ্বনি। উপত্যকা জুড়ে যেন ছড়িয়ে পড়ছে 'জয় হে'এর সুর। সবুজ ঘাসে দোলা লাগিয়ে সেই সুর যেন ছুঁয়ে যাচ্ছে মন। এমনই এক দৃশ্যের ভিডিয়ো তুলে ধরে পাক শিল্পী সিয়াল খান টুইট পোস্ট করেন। টুইটে লেখা, 'আমার শ্রোতাদের সীমান্তের এপার থেকে উপহার।' বুঝিয়ে দিলেন তাঁর শ্রোতারা দুই দেশেরই বাসিন্দা। বুঝিয়ে দিলেন গানের কোনও সীমানা হয়না। কোনও কাঁটা তারে আটকানো সম্ভব নয় আবেগের ছোঁয়া মাথা সুরকে। টুইটারে এই মুহূর্তে্ এই পোস্ট ভাইরাল। তেজস্বীর শ𝐆পথগ্রহণের দিনেই আইআরসিটিসি দুর্ন🐎ীতি নিয়ে কোমর কষছে সিবিআই!
ভিডিয়ো পোস্টে তিনি আরও বলছেন। সীমান্তের ওপার থেকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। আশা দুই দেশের সম্পর্ক আরও ভাল হওয়ার। ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস আর ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। দুই দেশের ওই উদযাপন কালের ইতিহাসে লুকিয়ে ꦺরয়েছে দেশভাগের ঘটনা। ব্রিটিশের ভারত ছাড়ার সময়ের সেই দেশভাগ আজ অনেকের দুঃখের স্মৃতিতে রয়ে গিয়েছে। তবে সব যন্ত্রণায় যেন মলম হয়ে যায় ভাল শিল্পসষ্টি। এমনই এক শিল্পকীর্তি খোদ পাকিস্তান থেকে উপহার হিসাবে এল ভারতের স্বাধীনতা দিবসে।