হালে স্কটল্যান্ডের স্বাস্থ্যপরিষেবা ব্যবস্থার একটি পরিসংখ্যান দেখে হতবাক হয়ে গিয়েছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। দেখা গি꧟য়েছে, দেশের পাঁচ থেকে সাত বছরের শিশুদের মধ্যে তিন ভাগের এক ভাগেরও বেশি শিশু ওবেসিটি বা অতিরিক্ত মেদ এবং ওজনের সমস্যায় ভুগছে💞। এবং এর ফলে কম বয়স থেকেই বাড়ছে ডায়াবিটিসের আশঙ্কা।
স্কটল্যান্ডের শিশুদের স্বাস্থ্যের হাল গত বেশ কয়েক দশক ধরেই ভালো নয়। দেখা গিয়েছে, অন্য বহু দেশের তুলনায় এই দেশের শিশুদের রক্তে শর্করার মাত্রা বেশি, তাদের ওজন স্বাভাবিকের তুলনায় অনে🃏ক বেশি। পাঁচ বছরের আশপাশের শিশুদের মধ্যে প্রায় ২৩ শতাংশ শিশুরই ওবেসিটির সমস্যা ছিল আগে থেকেই। হালে সেই সংখ্যা ৩০ শতাংশেরও বেশি হয়ে গিয়েছে। চিকিৎসকরাও এ জন্য দায়ী করেছেন অভিভাবকদের। অবিলম্বে এর প্রতিকার না হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম বড় সমস্যায় পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা।
কিন্তু হঠাৎ এই সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, এর বড় কারণ কোভিড। অতিমারির সময়ে বাড়ি থেকে বেরোনো, খেলাধুলোর সময় আরও 🅺কমেছে। তার ফলেই এত অল🌠্প বয়স থেকেই মেদ বাড়ছে শিশুদের মধ্যে। চিকিৎসকরা জানিয়েছেন, এই শিশুরা যখন বড় হবে, তখন তাদের ডায়াবিটিসের আশঙ্কা মারাত্মক হারে বেড়ে যেতে পারে। এখন থেকেই সচেতন না হলে আগামী দিনে দেশকে দুর্দিনের মধ্যে দিয়ে যেতে হবে। এমনই আশঙ্কা তাঁদের।