বর্ষাকালে বহু জীবাণুর বাড়বাড়ন্ত হয়। আর তাতেই বেড়ে যায় পেটের নানা ধরনের সমস্যা। কারও ক্ষেত্রে♋ পেট খারাপ, কারও ক্ষেত্রে গ্যাসের ♚সমস্যা, কারও আবার গ্যাসট্রিকের সমস্যা।
এই সময়ে পেটের গণ্ডগোল থেকে বাঁচতে কী কী বিষয় মাথায় রাখবেন? চিকিৎসকরা কী বলছেন? (আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য খুব ঝামেলার! তবে ওষুধ লাগবে না, বাড়ির কিছু খাবারেই কমান এই সমস্যা)
- ফিল্টার করা জল বা ফোটানো জল খান এবং রান্নায় ব্যবহার করুন
- বাথরুম নিয়মিত পরিষ্কার করুন
- খাবারে হাত দেওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিন, শিশুদের ক্ষেত্রেও এই নিয়মটি মেনে চলুন
- বর্ষায় যেন আপনার বাড়ির চারপাশে জল না জমে, সে বিষয়ে খেয়াল রাখুন
- বর্ষাকালে রাস্তার খাবার খুব একটা খাবেন না
- বর্ষায় আনাজ এবং ফল ভালো করে ধুয়ে নিয়ে তার পরে খান, রান্নার আগে ফ্রিজে রেখে দিন, বাইরে রাখবেন না
- চেনা দোকান বা পরিচ্ছন্ন দোকান থেকেই এই সময়ে মাছ এবং মাংস কিনুন
- চেষ্টা করুন রান্না করা খাবার গরম গরম খেতে
- রাতে হালকা খাবার খান
মোটামুটি এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকতে বলছেন চিকিৎসকরা। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় তাঁরা খেয়াল রাখতে বলছেন। (আরও পড়ুন: গ্যাসের সমস্যা কিছুতেই কমছে না? তাহলে বর্ষায় পেট ভালো রাখতে এই ৫ মশলা নিয়মিত খান)
কী কী করতে হবে:
- যত বেশি সম্ভব জল খান। অন্তত ৩ লিটার। এতে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যাবে।
- প্রোবায়োটিকস খান বেশি করে। এতে হজমের সুবিধা হবে। এর মধ্যে অবশ্যই থাকবে দই।
- হালকা খাবার খান। এথে হজমের সুবিধা হবে।
- খুব পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার খান।
কী কী করবেন না:
- কাঁচা আনাজ খাবেন না। অপরিষ্কার সবজি বা ফল খাওয়ার সময়েও সাবধান হবেন।
- রাস্তার খাবারে এই সময়ে জীবাণুর পরিমাণ বেড়ে যেতে পারে। তাই সেই বিষয়েও সতর্ক থাকুন। পারলে এড়িয়ে চলুন।
- খুব বেশি তৈলাক্ত খাবার খাবেন না।
- নানা জায়গার জল খাবেন না। এতে পেটের গণ্ডগোলের আশঙ্কা বাড়তে পারে। বাড়ির জল সঙ্গে রাখুন। রাস্তায় সেই জলই খান।
- এই সময়ে শাকসবজি ভালো করে রান্না করে খান।
- যাঁরা সামুদ্রিক মাছ বা প্রাণীর মাংস খেতে পছন্দ করেন, এই সময়ে সেগুলি থেকে দূরে থাকুন।
বর্ষাকালে পেটের বিষয়ে সচতেন না হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেটিই বলছেন চিকিৎস♔করা। তাঁদের মতে, আগে উল্লে🐠খ করা নিয়মগুলি মেনে চললে সমস্যার আশঙ্কা কমতে পারে। আর অবশ্যই কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।