গত ১১ নভেম্বর সোমবার দ্য সেন্ট রেজিস মুম্বইয়ে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন𒀰 করে ভারতের সেরা রেস্তোরাঁগুলির নাম প্রকাশ করা হয়েছে। সারা দেশের ১০০ জন বিচারকের বিচারে এই তালিকা প্রকাশ করা হয়েছে। পুরস্কারগুলি দেওয়া হয়েছে Condé Nast Traveler x Zomato - এর তরফ থেকে।
সেরা ৫০- এর তালিকায় যে রেস্তোরাঁগুলি রয়েছে তার মধ্যে মুম্বইয়ের ১৩টি, গোয়ার ﷺ১০টি, বেঙ্গালুরুর ৮টি, দিল্লির ৭টি, কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল থেকে ৪টি, হায়দ্রাবাদ, পুনে, জয়পুর, কাসাউলি, মহীশুর মিলিয়ে ৫টি রেস্তোরাঁ।
তালিকায় ১ নম্বর রয়েছে 🐎চেন্নাইয়ের অবরতনা, আইডিসি গ্র্যান্ড চোলা। দ্বিতীয় স্থান অর্জন করেছে মুম্বইয়ের টেবিল, তৃতীয় স্থান অর্জন করেছে নতুন দিল্লির ইন্ডജিয়ান অ্যাকসেন্ট দ্যা লোধি, চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের মাসক, পঞ্চম স্থানে রয়েছে গোয়ার বোমরাস।
(আরও পড়ুন: কোনও হিট নেই, তবুও ২০২৩-এ ৬১৬ কোটি আয☂় করে শাহরুখ-টম ক্রুজকে ছাপিয়ে গেলেন কোন অভিনেতা?)
তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নতুন দিল্লির অলিভ বার অ্যান্ড কিচেন। সপ্তম স্থানে রয়েছে NAAR, অষ্টম স্থানে গোয়ার অবিনাশ মার্টিন্সের ক্যা💫ভাটিনা, নবম স্থানে রয়েছে বান্দ্রার BORN, দশম স্থানে রয়েছে ইজুমি, আসাগাও, গোয়া।
আরও যে যে রেস্তোরাঁ রয়েছে এই তালিকায়
১১) পেটিসকো কিচেন অ্যান্ড বার, গোয়া
১২)মিজু ইজাকায়া, মুম্বই
১৩) ওয়াসাবি বাই মোরিমোটো, তাজমহল প্যালেস, মুম্বই
১৪) ইনজা, নিউ দিল্লী
১৫) হোসা, গোয়া
১৬) আভো'স কিচেন, গোয়া
১৭) নারু নুডল বার, বেঙ্গালুরু
১৮)মেগু, লীলা প্যালেস নয়াদিল্লি
১৯) হে পেড্রো, মুম্বই
২০) ওয়াবি সাবি, দ্য ওবেরয়
২১) সিফাহ মুম্বাই
২২) আমেরিকানো, মুম্বই
২৩) গ্লেনবার্ন পেন্টহাউস, কলকাতা
২৪) লা লোকা মারিয়া, মুম্বই
২৫) বোম্বে ক্যান্টিন
২৬)কমোরিন, গুরুগ্রাম
২৭) NĀVU, বেঙ্গালুরু
২৮)মানাম চকোলেট কারখানা, হায়দ্রাবাদ
২৯)ট্রেস, নয়াদিল্লি
৩০) ইজুমি, বান্দ্রা, মুম্বই
৩১)লুপা, বেঙ্গালুরু
৩২) বেঙ্গালুরু ওটা কোম্পানি
৩৩) প্রাসা প্রাজেরেস, গোয়া
৩৪)দ্য সেকেন্ড হাউস, গোয়া
(আরও পড়ুন: শ্বেতা-রণজয়ের কোন গোপনে মন ভেসেছে থেকে আচমকাই সরে দাঁড়ালেন রꦐোশনি! কারণ জানিয়ে 'অহনা' বললেন...)
৩৫) বা🧸ন থাই, কলকাতা (৫০ টি রেস্তোরাঁর মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা পেয়েছে ৩৬ তম স্থান)
৩৬) ভেরোনিকাস, মুম্বই
৩৭) ধীর জোয়ার, গোয়া
৩৮) চিনোইজারী, তাজ বেঙ্গল, কলকাতা
৩৯) কারাভাল্লি, বিভান্ত বেঙ্গালুরু রেসিডেন্সি রোড
৪০) বার স্পিরিট ফরোয়ার্ড, বেঙ্গালুরু
৪১) ফার্মলোর, বেঙ্গালুরু
৪২) ভিনাইল বার, গোয়া
৪৩) জোহরি, জয়পুর
৪৪) কাপা চাক্কা কান্ধারি, চেন্নাই
৪৫) পাম্পকিন টেলস রেস্তোরাঁ ও বেকারি
৪৬)আমোলি𝔍, শান্তিনিকেতন( এই তালিকায় শেষের দিকে স্থান পেয়েছে শহরতলির এই স্থান)
৪৭) ইন্ডিয়ান অ্যাকসেন্ট, মুম্বই
৪৮) SAPA টক ও পেস্ট্রি
৫৯) ভবন, গুরুগ্রাম
৫০) উকিও, পুনে