কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা, আর পেটভারের সমস্যা অনেকেরই জীবনের স্বাভাবিক ছন্দকে কেড়ে নেয়। হজমের সমস্যা এমনই একটি সমস্যা যা, বিভিন্নভাবে শরীরকে যেমন দুর্বল করে দেয়, তেমনই মনও ভাল থাকে না এই সমস্যাকে কেন্দ্র করে। বিশেষজ্ঞরা বলছেন, হজমের সমস্যা থেকে দূরে থাকতে জীবনযাত্রার দিকেও নজর দিতে হবে। নিজের ডায়েট চার্টে কোন কোন খাবাไর থাকছে সেদিকে খেয়াল রাখতে হবে। নিউট্রিশিয়ানিস্ট কৃষ্ণা শাহ বলছেন, ৫ টি ভুল যদি না করেন, তাহলে খুব সহজেই হজমের সমস্যা মিটিয়ে ফেলা যাবে। দেখে নেওয়া যাক, কোন কোন ভুল হজমের সমস্যাকে বাড়িয়ে দেয়।
খিদে না পেলে খাবেন না
যদি খিদে না পায়, তাহলে একদমই জোর করে খাবেন না। অনেক সময় কিছু খাবার দেখলেই তা খেতে ইচ্ছে করে। স্রেফ মুখ চালানোর জন্য খেতে থাকলে হজমের সমস্য়া বাড়ে। প্রতিদিন মধ্যাহ্নভোজ ও নৈশভোজের একটি নির্দিষ্ট সময় ঠিক করে ফেলুন। বিশেষজ্ঞরা বলছেন, এতেই মিটে যেতে পারে অসময়ে খাবার অভ্য়াস।ಞ যার ফলে বাড়ে হজমের সমস্যা।
দুঃখ কমাতে খাওয়া!
অনেক সময় দেখা যায়, মন ভাল ন💖া থাকলে ফ্রিজ খুলে যেটা ইচ্ছা বের করে খেয়ে ফেলছেন অনেকেই। কিম্বা কোনও টেনশন বা চাপ থেকে যখন তখন খাওয়া দাওয়ার পর্ব সারছেন। এটা হজমের ক্ষেত্রে ভাল ইঙ্গিত দেয় না, বলছেন বিশেষজ্ঞরা। এরফলে হজমের ক্ষেত্রে ওভার লোডিং হয়ে থাকে।
খেতে বসার আগে কি অনেকটা জল পান করেন?
অনেকেই তেষ্টার বশে খেতে বসার আগে অনেকট♑া জল খেয়ে ফেলেন, আবার অনেকে খেয়ে ওঠার পরক্ষণেই প্রচুর জল পান করে ফেলেন। এতে শরীরে হজমশক্তির সহায়তাকারী রসগুলি কার্যকারিতা হারায়। জলে মিশে যায়⛦ অ্যাসিড।
অনেক কাজ করার সময় খাওয়ার অভ্যাস
অনেকেই কাজ করতে করতে খেতে ভালবাসেন। বিশ🎐েষজ্ঞরা বলছেন, কাজ করতে করতে খাওয়ার অভ্যাস একেবারেই ভাল নয়। এতে হজম হতে সমস্যা হয়। কোথাও বসে ভাল করে খাওয়া দাওয়া করলে সমস্যা কেটে যায়। হজম হয় ভাল ভাবে।