ত্বকের নানান সমস্যায় ভুগছেন? তাহলে ভরসা করতে পারেন শসাকে। এটা এমন একটা ফল যা আমাদের স্বাস্থ্য তো বটেই আমাদের ত্বক ভালো রাখতেও সাহায্য করে। এতে রয়েছে ভীষণ কম ক্যালোরি এবং অনেক বেশি মাত্রায় ফাইবার।এছাড়াও এতে 🎃রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বককে ভালো এবং সতেজ রাখে। উজ্জ্বল করে তোলে আরও।
শসা এখন সবসময়ই বাꦕজারে কিনতে পারা যায়। তাই কম বেশি সবসময়ই সবার বাড়িতে শসা থাকে। পুষ্টি জোগাবে এবং উজ্জ্বলতা বাড়াবে এই শসার ফেস প্যাক।
দেখে নিন কীভাবে বাড়িতেই বানাবেন শসার ফেস প্যাক:
অ্যালোভেরা এবং শসা: প্রথম এক টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন 🌺তার সঙ্গে দিন অর্ধেক বা এক চতুর্থাংশ শসার রস। এবার এই দুটিকে ভালো করে মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫-২০ রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।
আমন্ড এবং শসা: শরতে𝔍ই যদি ত্বক শুকিয়ে যায় এবং টান ধরে তাহলে সেই সমস্যা দূর করার জন্য আমন্ড এবং শসার প্যাক ব্যবহার করতে পারেন। এই প্যাক বানানোর জন্য প্রথমে এক টেবিল চামচ আমন্ড বাটার নিন, তার সঙ্গে দিন ২-৩ টুকরো শসা। এবার মিক্সিতে অল্প জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর 🔴এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন মিনিট ১০-১৫। তারপর ধুয়ে ফেলুন।
বেসন এবং শসা: এই প্যাক আপনার ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। ২ চামচ বেসন এবং ২-৩ চ🐎ামচ শসার রস মিশিয়ে একটি পেস্ট বানান, তারপর সেটাকে মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো এবং শসা: টমেটোর খোসা ছ𒁏াড়িয়ে আগে পেস্ট করে নিন মিক্সিতে সঙ্𝓀গে দিন শসাও। এবার এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেললেই পাবেন দারুন উপকার।
মুলতানি মাটি আর শসা: যাঁরা ব্রণর সমস্যায় ভোগেন কিংবা লোমকূপে জমে থাকা ময়লা দূর করতে চান তাঁরা এই প্যাক ব্যবহার করতে পারেন। এই 🃏প্যাক বানানোর জন্য নিন ২ চামচ শসার রস, গোলাপ জল এবং ২চামচ মুলতানি মাটি। এবার এটাকে মিশিয়ে নিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। চমৎকার উপকার পাবেন।