রাখি পূর্ণিমা হলো দক্ষিণ এশিয়ার এমন একটি উৎসব, যা ভাই-বোনদের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তোলে। মূলত এই উৎসবটি হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখরা পালন করেন। এই উৎসবের দিন দিদি বা বোনরা তাদের ভাই বা দাদার হাতে🏅 রাখি পরিয়ে দাদা বা ভাইদের দীর্ঘায়ু কামনা করেন।
চলতি বছর অর্থাৎ ২০২৪꧂ সালে রাখি পূর্ণিমা উদযাপিত হবে আগামী ১৯ আগস্ট অর্থাৎ সোমবার। এই দিন প্রত্যেকটি বোন তাদের ভাইদের রাখি পরিয়ে এই পবিত্র দিনটি উদযাপন করবেন। তবে অনেকেই আছেন যাদের দাদা বা ভাই কর্মসূত্রে অথবা পড়াশোনার ক্ষেত্রে বিদেশে রয়েছেন। এই শুভদিনে সেই প্রিয়জনদের কাছে না পেলেও তাদের কাছে পৌঁছে দিন আপনার ভালবাসার বার্তা।
(আরও পড়ুন: ক🌜েন বেছে বেছে আপনাকেই মশা কামড়ায়? এর পিছনে কোনও অন্য কারণ নেই তো)
দূরে থাকা প্রিয়জনকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিন
১) আমি জানি, দূরে থাক🐎লেও আমাদের ভালোবাসা কখনও কমবে না। তোমাকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
২) আজ তুমি দূরে আছো, কষ𝓡্ট হচ্ছে ঠিকই। কিন্তু আমি চাই তুমি তোমার জীবনে অনেক অনেক উন্নতি করো। তোমাকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা।
৩) কয়েক হাজার মাইল দূরে থাকলেও আমরা কিন্তু মনের🌳 দিক থেকে রয়েছি একদম কাছে, তোমাকে জানাই অনেক অনেক শুভ🌳েচ্ছা রাখি পূর্ণিমার।
৪) তুমি আমার অনুপ্রেরণা, তোমাকে দ🥂েখেই বড় হয়েছি আমি। তোমায় জানাই রাখি পূর্ণিমার অনেক শুভ⛎েচ্ছা।
৫) ভালো মন্দ, সব সময় যাকে পাশে পেয়েছি তাকে জানাই র🐻াখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
৬) আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন আরও বেশি মজবুত হয়ে উঠুক এই কাম💎নাই করি। তোমাকে জানা🥃ই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: ব্যাপক তাপ প্রবাহ দক্ষিণ কোরি💙য়ায়! ভাঙল ১১৮ বছরের রেকর্ড)
৭) ছোট থেকে🍰 তোমাকে দেখেই বড় হয়েছি আমি, তুমি𝓡 আমার আইডল। দূরে থাকলেও তোমার আদর্শ এখনও মেনে চলি আমি। তোমাকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা।
৮) এই রাখি পূর্ণিমা আরও বেশি মজবুত করুক আমাদের ভালোবা♊সা, তোমাকে 🉐জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
৯) জীবনে যাꦇ চাও, সবকিছুই যেন পূরণ করতে পারো। এই কামনার মাধ্যমেই তোমাকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক🅠 শুভেচ্ছা।
১০) আমাদের এই ভালোবাসা যেন কখনও কমে না যায়, ♒তোমাকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা।