Worst Foods for Teeth: দাঁতের জন্য সবচেয়ে ভয়ানক খাবার কোনগুলি? দেখে নিন তালিকা Updated: 01 Apr 2024, 11:46 AM IST Suman Roy Share Worst Foods for Teeth: কোন কোন খাবার আপনার দাঁতের বারোটা বাজাচ্ছে জানেন? এখনই এই তালিকাটি দেখে নিন। 1/9কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন না অনেকে। কিন্তু মর্যাদা দিলেও আসলে সচেতনতার অভাবে অনেক সময়েই বিগড়ে যায় দাঁত। বিশেষত কিছু কিছু খাবার দাঁতের ব্যাপক ক্ষতি করতে পারে। সেগুলির সম্পর্কে আপনি জানেন কি? 2/9দাঁতের খেয়াল রাখতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন? কোন কোন খাবার খেলে তার পরে নিতে হবে বিশেষ ব্যবস্থা? জেনে নিন এই তালিকা থেকে। 3/9কোন ৬টি খাবার দাঁতের জন্য খুব খারাপ? কী বলছেন বিশেষজ্ঞরা? দেখে নিন এই তালিকা থেকে। চিনে নিন সেই খাবারগুলোকে। 4/9লেবু বা সাইট্রাস জাতীয় ফল: লেবু, আঙুরের মতো ফলে রয়েছে প্রচুর ভিটামিন। দাঁতের এনামেলের ক্ষয় ঘটায় এসব ফল। এগুলি দাঁতের ক্ষয়ের কারণ হতে পারে। এগুলি আবার পুরোপুরি না খেয়ে থাকা সম্ভব নয়। তবে নিয়ন্ত্রণ আনতে পারেন। এসব খাওয়ার পার বেশি বেশি জল পান করুন। 5/9মদ: রেড ওয়াইন বা হোয়াইট যাই হোক না কেন, দাঁতের ক্ষয়ে এদের বিরাট ভূমিকা রয়েছে। দাঁত খুব দ্রুত ক্ষয়ে যেতে পারে মদের কারণে। দাঁতের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এগুলি কমালে ভালো হয়। 6/9কোল্ড ড্রিংক: এতে আছে চিনি, অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড। দাঁতের জন্য খুবই ক্ষতিকর এই জাতীয় পানীয়। টুথ ইরোশন এবং ডিকে’র জন্য দায়ী। এগুলি পান করা কমাতে পারলে ভালো হয়। 7/9আচার: শেষ পাতের জিভে জল আনা এই খাবারটি কার না প্রিয়! যে কোনও খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আচার। কিন্তু এতে থাকে সুপার-অ্যাসিডিক ভিনিগার এবং চিনি। তাই আঁচার খেলে এনামেলের ক্ষয় ঘটে। এটি খেয়ে সঙ্গে সঙ্গে মুখে ধুয়ে ফেলুন। 8/9চা এবং কফি: কফিতে থাকে ট্যানিক অ্যাসিড। আবার কিছু চায়েও থাকে এই উপাদান। এটি দাঁতের এনামেলের ক্ষয় ঘটায় এবং বাদামি দাগ ফেলে দেয়। যিদ চা ও কফি একেবারেই না ছাড়তে পারেন, তবে তা কমিয়ে আনুন। এ ছাড়া গ্রিন টি-তে খেতে পারেন। 9/9ক্যান্ডি: এগুলো চিনিপূর্ণ। তাই এগুলো দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। দাঁতে আটকে থাকে। আরও বেশি ব্যাকটিরিয়ার জন্ম দেয়। সেই সঙ্গে ক্ষয়ের প্রক্রিয়া দ্রুততর করে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি