Contagious Yawns: অন্যকে হাই তুলতে দেখলে, আপনারও কি হাই ওঠে? কাদের এটি হয় Updated: 13 May 2024, 05:42 PM IST Suman Roy Share Social Behaviour: অন্যকে হাই তুলতে দেখলেই কি আপনারও হাই ওঠে? কাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে? জেনে নিন সেই ঘটনা। 1/8আপনার পাশের কেউ হাই তুললেই, আপনারও কি হাই ওঠে? অনেকের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে? কিন্তু ভেবে দেখেছেন কি কেন এটি হতে পারে? কিংবা কাদের সঙ্গে এটি বেশি হয়? তাহলে জেনে নিন, এখান থেকে। 2/8অন্যকে হাই তুলতে দেখলেই, অনেকেই হাই তুলতে শুরু করেন। নিজের ক্ষেত্রে এমন ঘটনা কখনও ঘটেনি, এটি কেউই হলপ করে বলতে পারবেন না। তাহলে এর পিছনে কী কারণ থাকতে পারে? সেটিও জেনে নিন এখানে। 3/8এর উত্তর অনেকেই খুঁজে পান না। অনেকে নানা যুক্তিও খাড়া করেন। এত দ্রুত ছোঁয়াচে কিছু আছে কি না তা সত্যিই গবেষণাও হয়েছে বিস্তর। কী বলছেন বিশেষজ্ঞরা? এর পিছনে কোন কারণ রয়েছে? 4/8বিশিষ্টদের মতে, এটা এক ধরনের ‘সোশ্যাল বিহেভিয়ার’। এটা হওয়ার মূল কারণ আমাদের শরীরে মিরর নিউরোনের ভূমিকা। সামাজিক ভাবে মানুষ ভালোবাসে দলবদ্ধ আচরণ করতে। আদিমকাল থেকেই মানুষের অভ্যাস দলগত ভাবে শিকারে যাওয়া, ঘুমানো-সহ নানা কিছু। তারই প্রতিফলন এই দেখাদেখি হাই তোলা। 5/8এই ধরনের সোশ্যাল বিহেভিয়ারের আরও উদাহরণ আছে। যেমন ধরা যাক, কোনও মহিলা বা শিশুকে কেউ মারলে সেই দৃশ্য যাঁরা দেখছেন, তাঁরাও ব্যথা অনুভব করতে পারেন। ঠিক একই রকম ভাবে অন্যের ক্লান্তি সঞ্চারিত হতে পারে আর একজনের মধ্যে। যার উদাহরণ এই হাই তোলা। 6/8তবে হাই তোলার ব্যাপারটি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। শিম্পাঞ্জিদের ওপর জুরিখে গবেষণা করা হয়েছিল। ওদের হাই তোলার ভিডিয়ো দেখানো হয়। পাঁচ-ছয়জন বসে হাই তুলছে। তারাও ওই ভিডিয়ো দেখে হাই তুলতে থাকে। 7/8মনোরোগ বিশেষজ্ঞদের মতে, আমরা সব সময় দলগত ভাবে চিন্তাভাবনা করে কাজ করি। আগে একটা বিষয় ছিল পরের দিন শিকার করতে যেতে হবে। তাহলে সন্ধ্যায় একসঙ্গে ঘুমোতে হবে। ভোরবলোয় একসঙ্গে উঠতে হবে। একসঙ্গে খেতে হবে। টাইমিং এরকমই রাখতে হবে। 8/8আমরা এসব যে এখন ভাবি, তা নয়। কিন্তু অবচেতনে বা জিনের মধ্যে এগুলি রয়ে গিয়েছে। অন্যকে দেখে হাই ওঠা এরকমই একটা বিষয়। যুগ যুগ ধরে আমাদের অভ্যাসের মধ্যে এটাও একটি। এটা একসঙ্গে ঘুমোনোর নির্দেশ। তাই অন্যকে হাই তুলতে দেখলে আমরাও হাই তুলি। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি