রঙের উৎসব দোল। আর বসন্তের রঙে সকলের সঙ্গে মিশে গিয়ে আনন্দে গা ভাসানোর সুযোগ এই হোলি উৎসব। রঙকে কেন্দ্র করে এভাবে উদযাপনের উৎসবে গো🐲টা ভারত মেতে থাকে। ধর্ম, বর্ণ, ভাষার উর্ধ্বে উঠে মনের কালোকে সরিয়ে রঙ মেখে নেওয়ার এই উদযাপন ঘিরে একাধিক উৎসব পর্ব পালিত হয়। হোলির আগেই সারা দেশ আপাতত প্রাক হোলি উৎসবে মাতোয়ারা। তবে এই হোলি উদযাপনের মাঝেই রঙ খেলার সময় থাকতে হবে সতর্ক। চোখ থেকে শুরু হবে শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যার সমাধানে কয়েকটি দিক খেয়াল রাখতে হবে হোলি খেলার সময়।
শ্বাসকষ্ট
চিকিৎসক সঙ্গীতা চেক্কর বলছেন, 'হোলির রঙের কারণেও শ♛্বাসকষ্ট হতে পারে। রঙ মুখের মধ্যে প্রবেশ করতে পারে এবং হাঁপানি, ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এর মতো অবস্থাকে আরও বাড়িয়ে তুলতে পারে যা শ্বাসকষ্ট, কাশি এবং শ্লেষ্মা (থুথু) উত্পাদনের দিকে নিয়ে যেতে পারে। ক্রোমিয়াম ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং অ্যালার্জিকে আমন্ত্রণ জানায়।' বিশেষজ্ঞদের মতে, রঙের পারদ ছাড়াও কিডনি, লি🌺ভার এবং অনাগত শিশুর স্বাস্থ্যের মতো আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে প্রভাবিত করতে পারে।
চোখের অ্যালার্জি
চিকিৎসক মৃন্ময়ী মুকুন্দ বলছেন, '🐼চোখের সমস্যা যেমন অ্যালার্জি, কর্নিয়াল ঘর্ষণ কনজাংটিভাইটিস এবং চোখের আঘাত দেখা যায়' হোলির রঙ খেলার আবহে। রঙ থেকে যদি চোখে অ্যালার্জি ছড়িয়ে যায়, তাহলে চোখ লাল হতে পারে, চোখে জলভাব দেখা যায়, চোখ ফুলেও যেতে পারে। চিকিৎসক বলছেন অনেকেই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকনে না।
ত্বকের যত্ন
চিকিৎসক মৃন্ময়ী মুকুন্দ বলছেন, 'হোলির রঙে ভারী ধাতু, চশমার ভাঙা টুকরো, রাসায়নিক এবং কীটনাশক থাকে। বেশির ভাগ মানুষ ব্যাকটেরিয়াজܫনিত ত্বকের সংক্রমণ, ত্বকের অ্যালার্জি বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া এবং হোলির রঙ খেলে আমবাত হওয়ার অভিযোগ করেন।' ফলে হোলির রঙ নিয়ে অভিযোগ তোলেন।
কীভাবে এড়ানো যাবে এই সমস্যা?
-ব্যবহার করতে হবে ভেষজ আবির।
-সানস্ক্রিন লাগিয়ে, সানগ্লাস পরে খেলুন হোলি।
-বারেবারে চোখে হাত দেবে না।
-পারলে পুরোহাতা পোশাক পরে খেলুন হোলি।
-দোল খেলার পর ডꦗিটারজেন্ট, স্পিরিট, নেলপলিশ রি🧜মুভার, অ্যালকোহল দিয়ে রঙ তুলতে যাবেন না।
-যে সাবান চিকিৎসকরা রেকমꦦেন্ড করছেন, সেটিই ব্যবহার করুন।