জীবন সবসময়ই অপ্রত্যাশিত ঘটনার ভাণ্ডার। জীবনের এই অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি যা𒁏তে সঠিকভাবে করা যায় তার জন্যই চালু করা হয় জীবন বীমা পলিসি। অনেকেই আছেন যারা জীবন বীমা পলিসি কিনতে ভয় পান কারণ তারা মনে করেন জীবন বীমা অবাঞ্ছিত একটি ব্যাপার। এই প্রতিবেদনে আপ▨নাদের তাই আজ জানানো হবে এমনই ৭ টি প্রয়োজনীয় কারণ, যা জানার পর আপনি জীবন বীমা করার আগে আর দ্বিতীয়বার ভাববেন না।
১) বার্ধক্য জীবন সুরক্ষিত: আগামী দিন কেমন হতে চলেছে তা কখনও জানা সম্ভব নয় আপনার পক্ষে। আপনার পারিবারিক বা আর্থিক অবস্থা যেমনই হোক না কেন জীবন বীমা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তা সঠিক সময় করা আরো গুরুত্বপূর্ণ। যত অল্প বয়সে আপনি জীবন বীমা করবেন তত কম প্রিমিয়াম দিতে হবে 🦄আপনাকে। আপনি যতদিন সুস্বাস্থ্যের অধিকারী আছেন ততদিন যদি আপনি জীবন বীমার প্রিমিয়াম দিতে পারেন তাহলে আপনার বার্ধক্য জীবনে আর কোনও সমস্যা থাকবে না।
২) ঋণ পরিশোধ: আপনি যদি জীবন বীমা পলিসি করেন তাহলে কোনও সময় আপনার বিপদ ঘটলে আপনার যে কোনও ঋণ পরিশোধ করা যাবে এই জীবন বীমার সাহায্য। আপনার আর্থিক সংকꦕটের সময়ও ঋণ পরিশোধ করা নিয়ে কোন চিন্তা থাকবে না আপনার মনে।
৩) আপনার পরিবারের সুরক্ষা: আপনি এই মুহূর্তে যা উপার্জন করছেন তা আপনার মৃত্যুর পর আপনার পরিবারের সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট নাও হতে পারে। অনেকেই আছেন যারা যথেষ্ট অর্থ সঞ্চয় করতে🌊 পারেন না ফলে তাদের মৃত্যুর পর পরিবারের অন্যান্য সদস্যদের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আপনি যদি জীবন বীমার পলিসি কিনে নিতে পারেন তাহলে আপনার মৃত্যুর পর আপনার পরিবারের সদস্যদের কোনও সমস্যা হবে না আর্থিকভাবে।
৪) নিরাপত্তা প্রদান করে: আপনি জীবন বীমার এমন কিছু বিকল্প বেছে নিতে পারেন যা আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করতে সাহায্য করবে। দীর্ঘ মেয়াদী বিকল্পগুলি যদি আপনি বেছে নে🎃ন তাহলে পরবর্তী সময়ে আপনি আর্থিক ভাবে নিরাপদ থাকতে পারবেন।
৫) আপনার সম্পত্তি সুরক্ষিত থাকবে: আপনার সম্পত্তি বা বাড়ি যদি কোনও কারনে বন্ধক রাখতে হয়, আপনার মৃত্যুর পর জীবন বীমার সাহায্যে আপনি সেই বাড়ি ছাড়িয়ে নিতে পারেন। কোনও ভাবে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় সে ক্ষেত্রে পরিবারের সদস্যরা একটি মোটা অংকের অর্থ পান যা যে ক🔯োনও ঋণের বোঝা থেকে মুক্তি দিতে পারে তাদের।
৬) সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত: একজন অভিভাবক হিসেবে আপনি অবশ্যই চাইবেন আপনার সন্♎তানের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত থাকে। আপনি যদি আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজকেই জীবন বীমার পলিসি কিনে রাখুন। এটি আপনার সন্তানের স্বপ্ন পূরণ করবে এবং ছাত্র ঋণ থেকে মুক্তি দেবে আপনাকে।
৭) অনেক বেশি সাশ্রয়ী: আপনি এমন অনেক জীবন বীমা🍎র বিকল্প পেয়ে যাবেন, যা অনেক বেশি সাশ্রয়ী এবং নমনীয়।