করোনার কারণে ক্যানসার নিয়ে চর্চা কম হচ্ছে বটে, কিন্তু তার পরেও এ কথা স্বীকার না করে উপায় নেই, ক্যানসার অন্য বহু অসুখের চেয়েই অনেক বেশি ভয়ঙ্কর। এখনও ভালো করে জানা যায়নি, ঠিক কোন কোন কারণে ক্যানসার হতে পারে। তবে গত কয়েক বছরে ক্যানসার চিকিৎসার বেশ কিছু নতুন🌳 পদ্ধতি আবিষ্কার হয়েছে। আর তাতেই কয়েক কদম এগিয়ে গিয়েছে এই রোগটিকে আটকানোর উপায়।
প্রতি বছর সারা পৃথিবীতে অনেক মানুষ ক্যানসারে আক্রান্ত হন। যেমন অনেকেই শেষ পর💟্যন্ত ক্যানসারকে জয় করে ফেলতে পারেন, তেমনই অনেকেই দীর্ঘ লড়াইয়ের পর হার মানত🔯ে বাধ্য হন।
২০২০ সালে প্রায় ১ কোটি মানুষ মারা গিয়🐻েছেন ক্যানসার। পরিসংখ্যান বলছে, গোটা পৃথিবী যত মানুষ মারা যান, তার প্রতি ছয় জনের মধ্যে এক🐭 জনের মৃত্যুর কারণ ক্যানসার।
তবে গোড়াতেই যে কথা বলা হয়েছে, সেটিও ঠিক। ক্যানসারের চিকিৎসা গত কয়েক বছরে অনেক এগিয়ে গিয়েছে। এবং সেই ভাবনা থেকেই উঠে এসেছে বিশ্ব ক্যান🦄সার দিবস পালনের কথা।
২০০০ সাল💦ের ৪ ফেব্রুয়ারি🍷 প্যারিসে বিশ্ব ক্যানসার সামিট আয়োজিত হয়। সেখানেই ঠিক হয়, এই দিনটি বিশ্ব ক্যানসার দিবস বা বিশ্ব ক্যানসার সচেতনতা দিবস বা বিশ্ব ক্যানসার প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হবে।
ওই দিনে ইউনেস্কোর তৎকালীন জেনারেল ডিরেক্টর কৈচিরো মাতসুরা ফরাসি প্রেসিডেন্ট জাক শিরাকের সঙ্গে তৎকালীন নিয়ে লড়াইয়ের অ♌ঙ্গীকার করেন। এই ভাবনার মূল লক্ষ্যই হল যাতে বিশ্বব্যাপী গবেষণা, তৎকালীন প্রতিরোধ, রোগীর চিকিৎসার ক্ষেত্রে উন্নতি।