কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অত্যন্ত জটিল একটি অঙ্গ। রক্ত পরিশুদ্ধ করা থেকে শুরু করে, জল, লবন এবং অন্যান্য খনিজের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে কিডনি বড় ভূমিকা নেয়। এমতাবস্থায় কিডনির সামান্য সমস্যাও শরীরের স🐻ব কাজ বিগড়ে দিতে পারে।
হালে কিডনির ক্যানসারের পরিমাণ বিপুল ভাবে বেড়ে গিয়েছে। তাই এই বিষয়ে সচেতন হতে বলছেন চিকিৎসকরা। কিডনির ক্যানসারের প্রধান সমস্🅷যাই হল, এটি প্রাথমিক অবস্থায় টের পাওয়া যায় না। আর সেই কারণেই এর চিকিৎসাতেও দেরি হয়ে যায়।
সেক্ষেত্রে কয়েকটি লক্ষণের দিক꧂ে ভালো করে নজর রাখতে হবে। এই লক্ষণগুলি দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বলেছেন নামজাদা চিকিৎসক এবং ক্যানসার বিশেষজ্ঞ কৃষ্ণ🀅 রেড্ডি।
কোন কোন লক্ষণের দ𝓰িকে নজর রাখতে 🤪বলছেন তিনি? রইল তালিকা।
- কিডনির ক্যানসারের বড় লক্ষণ হল মূত্রে রক্ত। কিডনির কোষে ক্যানসারের সংক্রমণ হলে প্রাথমিক অবস্থায় এই সমস্যা দেখা দেবেই। ফলে এদিকে নজর রাখুন।
- কোথাও কোনও জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু মূত্রে লালচে ভাব? এটিও কিডনির ক্যানসারের গোড়ার দিকে লক্ষণ। প্রস্রাবের অস্বাভাবিক রং চোখে পড়লেই চিকিৎসককে জানান।
- তলপেটে বা কোমড়ের আশপাশে কোথাও কোনও মাংসপিণ্ড অনুভব করছেন? এটিও ভালো লক্ষণ নয়। চিকিৎসকের পরামর্শ নিন এমন কিছু দেখলেই।
- কোমরের দিকে ব্যথাও কিডনির ক্যানসারের অন্যতম লক্ষণ। পেটেও ব্যথা হতে পারে এক্ষেত্রে।
- খিদে কমে যাওয়া কিডনির ক্যানসারের অন্যতম লক্ষণ। এটি হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে কি? কিডনির ক্যানসারে এই সমস্যাও হতে পারে।
- সারা ক্ষণ ক্লান্তিও কিডনির ক্যানসারের লক্ষণ।
- হঠাৎ হঠাৎ জ্বর, আর রাতে ঘুমের মধ্যে প্রচণ্ড ঘাম কিডনির ক্যানসারের লক্ষণ।
এই লক্ষণগুলি দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ক্যানসার দিবসে এই অসুখটি সম্পর্কে আরও সেতন হন। এমনই বলছেন চ🍨িকিৎসকরা।