মুম্বই, দেশের আর্থিক রাজধানী, যꦿে শহরের রিয়েল এস্টেট সম্পত্তির দাম দেশের অন্যান্য শহরগুলির থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য শহরের তুলনায়, মুম্বই শহরে একটি বাড়ি ভাড়া খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। আর কেনার কথা আসলে তো বিষয়টা আরও জটি𒆙ল হয়ে ওঠে। পকেট যতই টাকায় টাকা হোক, মুম্বইয়ের কাছে সবটাই ফিকে। একজন মুম্বাইকারের থেকে এই সংকটের ব্যাপারে কেউ ভালো বুঝবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি উদাহরণ নজর কেড়েছে, যা এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। আসলে, কান্দিভালিতে মাত্র ৩২৩ বর্গফুটে তৈরি একটি দুই কামরা ফ্ল্যাটের দাম কীভাবে ৭৫ লক্ষ টাকা হতে পারে, তা জানলে আপনি চমকে যাবেন।
খুব ছোট মাত্র ৩২৩ বর্গফুটের এই ফ্ল্যাটের দাম ৭৫ লক্ষ টাকা রেখেছেন বিক্রেতা। ভিডিয়োতে ফ্ল্যাটের আকার দেখার পরে, দামটি খুব বেশি বলে মনে হতে পারে আপনারও। মুম্বইতে বাড়ি বা ফ্ল্যাট কেনা যে কতটা ব্যয়বহুল, তার বিরাট একটা প্রমাণ দিয়ে গেল এই ফ্ল্যাটটি। একজন এক্স ব্যবহারকারী, @systemstrader1 নামক সোশ্যাল মিডিয়া ﷽হ্যান্ডেল থেকে X প্ল্যাটফর্ম-এ এই ফ্ল্যাটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। পোস্ট করে ওই ব্যবহারকারী আরও লিখেছেন যে- এটা কেবল মুম্বইতেই সম্ভব হবে। ৩২৩ বর্গফুটে দুই কামরা ফ্ল্যাট।
সম্প্রতি, ৭৫ লক্ষ টাকার ছোট্ট দোকানের মত এই ফ্ল্যꦫাটের একটি ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি সামনে এনেছেন এক মহিলা বিক্রেতা। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এক মহিলা পুরো ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছেন। ভিডিয়োতে, মেয়েটি আরও বলছে যে কান্দিভালিতে দুই কামরা কিনতে൲ চাইছেন, কিন্তু বাজেট রয়েছে ১ কামরা ফ্ল্যাট কেনার মতন। তাহলে ওই সস্তার বাজেটই যথেষ্ট, অনায়াসেই আপনি ওই দামে দুই কামরার ফ্ল্যাট কিনতে পারেন। এছাড়াও, সীমিত জায়গা অনুসারে বাড়িটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে।
- নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকে রীতিমত চমকে গিয়েছেন নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন- ৩২৩ বর্গফুট? গ্রামে এর থেকে বড় ঘরে মহিষ রাখা হয়। আর এক ব্যবহারকারী লিখেছেন- ভাবাই যায় না এখানে থাকার কথা। এক ব্যক্তি মন্তব্য করেছেন – বেড রুমে বিছানা রাখার জায়গা কোথায়? আর একজন লিখেছেন- সবখানেই এই অবস্থা। বেঙ্গালুরুতেও একই দামে ছোট্ট একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। এক যুবকের কথায়- ভাই, এটা দেখার পরই আমার দমবন্ধ হতে শুরু করেছে। অনেক ব্যবহারকারী এটাকꦬে দ༺িবালোকে ডাকাতি বলেও মশকরা করেছেন।