সীমান্তে চিনা আগ্রাসনের মধ্যেই ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছে রাফাল যুদ্ধবিমান। আর সেই অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণভাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বায়ুসেনা প্෴রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া দু'জনেই জানালেন, রাফা🅺ল অন্তর্ভুক্তির আর ভালো সময় হতে পারে না।
বৃহস্পতিবার আম্বালা বায়ুঘাঁটিতে ‘সর্বধর্ম পুজো’, প্রদর্শনী এবং জলকামান স্যালুটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে ((যা গোল্ডেন অ্যারোজ বা সোনার তির ন☂ামে পরিচিত) যোগ দেয় রাফাল। তারপর বায়ুসেনা প্রধান বলেন, ‘বর্তমানে সুরক্ষা পরিস্থিতির বিবেচনা কর✅ে (রাফালের) অন্তর্ভুক্তি এর থেকে আর ভালো সময় হতে পারত না।’
রাফাল সংক্রান্ত যাবতীয় খবর দেখতে এখানে ক্লিক করুন
একই কথা বলেন রাজনাথ। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সামনে কড়া ভাষায় রাজনাথ বলেন, 'রাফালের অন্তর্ভুক্তির মাধ্যমে সারা বিশ্বের কাছে জোরদার এবং কড়া বার্তা গেল। ব💃িশেষত যারা ꦕআমাদের সার্বভৌমত্বের উপর চোখ রাঙাচ্ছে। আমাদের সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে নাকি আমার বলা উচিত যে আমাদের সীমান্তে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা বিচার করে এই অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
রাফাল হাতে আসার আগেও পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় বায়ুসেনা যে তৎপরতা দেখিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, ‘আজ আমাদের বায়ুসেনার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। সম্প্রতি সীমান্তে দুর্ভাগ্যজনক ঘটনার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দ্রুত ও সুচিন্তিত পদক্ষেপের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার অঙ্গীকার ফুটে উঠেছে। সীম𒉰ান্ত লাগোয়া ঘাঁটিতে যেভাবে ভারতীয় বায়ুসেনা নিজেদের সম্পত্তি মোতায়েন করেছে, তা ভরসা জুগিয়েছে যে নিজেদের দায়িত্ব পালনে পুরোপুরি তৈরি তারা।’