৫০ হাজারেরও বেশি গ্রাম পঞ্চায়েতের ১ লক্ষ গ্রামে কলের মাধ্যমে জল পৌঁছে দিয়েছে 'জল জীবন মিশন।' কোভিড অতিমার এবং লকডাউনের মাঝেও সব গ্রামে কলের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার প্রকল্পের এই কাজ জারি রেখেছে কেন্দ্র। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ অগস্ট এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর গতবছরের নভেম্ꩲবরে উত্তরপ্রদেশের মির্জাপুর ও সোনভদ্র জেলায় গ্রামীণ জলসরবরাহ প্রকল্প ‘জন জীবন মিশনে’র শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্র জানায়, এখনও পর্যন্ত গত ২৩ মাসে ৪.৪৯ লক্ষ বাড়িতে কলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হয়েছে ‘জন জীবন মিশনে’র অধীনে। আগামী দু’বছরের মধ্য়ে প্🔜রায় সাড়ে ৫০ হাজার কোটি টাকা খরচে এই পানীয় জলের প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, বিন্ধ্য়াঞ্চল বা বুন্দেলখণ্ড অঞ্চলে প্রচুর সংস্থান থাকা সত্ত্বেও সেই অঞ্চলে জলের ঘাটতি দেখা ♛যায়। বহু নদী থাকা সত্ত্বেও এই অঞ্চল সবচেয়ে বেশি তৃষ্ণার্ত এবং খরা ও ক্ষতিগ্রস্ত প্রান্ত বলে চিহ্নিত হয়ে আছে। এরকমই আরও এলাকাতে জলকষ্ট দূর করতেই এই 'হর ঘর পানি' প্রকল্প চালু করা হয়েছিল।
এই প্রকল্প যখন চালু হয়েছিল তখন গ্রামীণ ভারতে বসবাসকারী ১৮.৯৪ কোটি পরিবারের মধ্যে মাত্র ৩.২৩ কোটি পরিবারে কলের মাধ্যমে জল পাঁছাত। যা মাত্র ১৭ শতাংশ। ২৩ মাসের মধ্যে এই সংখ্যা বেড়ে ৭.৭২ কোটি হয়েছে। অর্থাত্ এখন ভারতের গ্রামীণ অঞ্চলে ৪০.৭ শতাংশ গৃহস্থে কলের মা𝐆ধ্যমে জল পৌঁছে দিয়েছে কেন্দ্র।