কর্ণাটকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ঘটনা সামনে এসেছে যা ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। সাধারণত অঙ্গনওয়াড়িতে নিম্নমানের খাবার আবার খাবারে পোকা, টিকটিকি থাকার খবর প্রায়ই সামনে আসে। তবে এবার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পাতে ডিম দিয়ে প্রথমে ছবি তোলা হয়, আর ছবি তোলার পরেই আবার ফিরিয়ে নেওয়া হয় ডিম। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য চড়িয়েছে। এ൩ই ঘটনাটি প্রকাশ্যে আসতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুই কর্মীকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোপ্পাল জেলার গুন্ডুর গ্রামের।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচালয়ে শিশুকে দীর্ঘক্ষণ আটকে রাখলেন শিক্ষি🐽কা
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম লক্ষ্মী এবং শাইনাজা বেগম। তাদের সাসপেন্ড করার পাশাপাশি রাজ্য মহিলা ও শিশুকল্যাণ দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। তাছাড়া,ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেꩲর বিরুদ্ধে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা। তা নিয়ে তারা একাধিবার অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করা হয়নি।&n✨bsp;
এই ঘটনায় কর্ণাটকের মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর বলেছেন, দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে। তিনি নিচুতলা থেকে বিভাগকে উন্নত করার প্রতিশ্রুতির উপর জোর বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রাথমিক লক্ষ্য হল পুষ꧋্টিকর খাবার এবং মানসম্পন্ন শিক্ষা প্রদান করা। সুবিধা থেকে বঞ্চিত করে শিশুদের প্রতি কোনও অবিচার করা হবে না বলে আশ্বাস দেন তিনি। তিনি কোপ্পাল জেলার ডেপুটি ডিরেক্টরকে (ডিডি) নোটিশ জারি করার নির্দে🌳শ দিয়েছেন।
উল্লেখ্য, বিষয়টি প্রকাশ্যে আসে যখন কোপ্পালের গুন্ডুর গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী লক্ষ্মী এবং শাহনাজ বেগমের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে তাদের বিরুদ্ধে ডিম দিয়ে🎀 তুলে নেওয়ার অভিযোগ করা হয়। অভিভাবকদের আরও অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের ডিম দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময়ই তাদের পাতে ডিম পরে না। সেক্ষেত্রে কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। আগাඣমীতে শিশুদের যাতে মানসম্পন্ন খাবার সরবরাহ করা হয় সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।