এতদিন ফাঁসি কার্যকরের আগে দেশের কোনও আদালতে আবেদন করছিল। তার জেরে তিনবার মৃত্যু পরোয়ানা জারির পরও থমকে গিয়েছে ফাঁসি। আর এবার ফাঁসি আটকাতে আন্তর্জাতিক ন্যায় আদালতে (আইস💙িজে) গেল নির্🐭ভয়াকাণ্ডের তিন দণ্ডিত। সংবাদসংস্থা এএনআইয়ের খবর।
আরও পড়ুন : স্বেচ্ছামৃত্যু চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি নির্ভয়া✅ দণ্ডিতদের পরিবারের
চতুর্থবার যে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল, সেই অনুযায়ী আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়াকাণ্ডের চার দণ্ডিতের ফাঁসি কার্যকর হবে। ইতিমধ্যে চারজনেরই প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাখ কোবিন্দ। তবে꧂ সেই আর্জিতে সব তথ্য না থাকার দাবি জানিয়ে নতুন করে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে নির্ভয়াকাণ্ডের এক দণ্ডিত অক্ষয় সিং ঠাকুর।
আরও পডুন : 'ফাঁসির পর সবথেকে বড় জয় হবে', দণ্ডিতদের বিরুদ্ধে ম🌞ৃত্যু পরোয়ানা জারির পর বললেন নির্ভয়ার মা
এরইমধ্যে ফাঁসিতে স্থগিত♕াদেশ চেয়ে দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালতে গিয়েছে তিন দণ্ডিত - অক্ষয়, পবন গুপ্ত ও মুকেশ সিং। যে আদালত রাষ্ট্রসংঘের প্রধান আদালত।