Hindustan Times
Bangla

UPI ও ই-রুপির পার্থক্য কী?

ই-রুপি নিজেই ডিজিটাল আকারে একটি মুদ্রা। মানে কাগজী নোট, ধাতুর কয়েনের ডিজিটাল রূপ।

Twitter

এদিকে UPI একটি প্ল্যাটফর্ম মাত্র। সেটার মাধ্যমে ডিজিটালি লেনদেন করছেন।

UPI

UPI অ্যাপে লেনদেনের সময়ে আসল কাজ ব্যাঙ্কের। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের হয়। যাঁকে দিচ্ছেন তাঁর অ্যাকাউন্টে টাকা ঢোকে।

Reuters

ডিজিটাল রুপিতে পেমেন্টের সময় ব্যাঙ্কের কোনও কাজ নেই। ফোনের ওয়ালেট থেকে টাকা কেটে প্রাপকের ওয়ালেটে যোগ হবে। অ্যাকাউন্টে সরাসরি কিছু হবে না।

HT Photo

UPI সময়সাপেক্ষ ও ব্যাঙ্কের সার্ভারের উপর নির্ভরশীল। এদিকে ই-রুপি দ্রুত। এটি ব্যাঙ্কের সার্ভারের উপর নির্ভরশীল নয়।

Shutterstock

Reuters