কুরুক্ষেত্রের বুকে এবার উন্মোচিত হল ৪৪ ফুটের শ্রীকৃষ্ণের মূর্তি। শ্রীকৃষ্ণের 'বিরাট স্বরূপ' মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ অনেকে। উল্লেখ্য, 'মহাভারত' এ বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে হরিয়ানার জ্যোতিসার গ্রামে ঘটেছে বলে💎 শোনা যায়। সেখানেই উন্মোচিত হয়েছে এই মূর্তি।
গুপ্ত নবরাত্রি উপলক্ষ্যে কুরুক্ষেত্রের জ্যোতিসার গ্রামে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই উন্মোচন উৎসব উপলক্ষ্য়ে একাধিক বিশিষ্টজনদের সমাগম দেখা যায়। উল্লেখ্য, গুজরাতের 'স্ট্যাচু অফ ইউনিটি' যিনি তৈরি করেছেন সেই রামবনজি সুতারের হাতে তৈরি হয়েছে ১৮২ মিটার দীর্ঘ এই মূর্তি। এই মূর্তি নির্মাণে ব্যবহার হয়েছে অষ্টধাতু। ৩৫ টনের এই মূর্তির খরচ ১০ কোটি টাকা। এই মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছে হরিয়ানা পর্যটন দফতর ও কুরুক্ষেত্র ডেভেলপমেন্ট বোর্ড। রথযাত্রার পর এই 🥃৪ রাশির ভাগ্যে আসবে꧑ অর্থের জোয়ার! জ্য়োতিষমতে 'লাকি' রাশি কারা?
জানা গিয়েছে, এই মূর্তিকে কেন্দ্র করে তৈরি হবে 'লাইট অ্যান্ড সাউন্ড' শো। মনে করা হচ্ছে এর হাত ধরে কুরুক্ষেত্র আলাদা করে ধর্মীয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ পরিচিতি পাবে। এছাড়াও পর্যটনশিল্পেও এই মূর্তিকে কেন্দ্র করে আলাদাভাবে জোয়ার আসবে🥂 বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই জ্যোতিসার গ্রামেই কুরুক্ষেত্রের যুদ্ধের আরম্ভ বলে জানা যায়। উল্লেখ্য, কুরক্ষেত্র থেকে ১২ কিলোমিটার দূরে পেহওয়া রোডের কাছে এই গ্রাম অবস্থিত। এবার সেখানেই পর্যটন ব্যবসা ঢেলে সাজানো হবে বলে মনে করা হচ্ছে।