চরম দারিদ্র্য এবং প্রতিকূল অবস্থা তাঁর লেখাপড়ায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ফলে সময়ে তিনি লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। কিন্তু, তাই বলে তিনি কখনওই হাল ছেড়ে দেননি। ফলে সুযোগ পাওয়ার পরেই তিনি পড়াশোনা শুরু করলেন। বয়স তাঁর কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৭৮ বছর বয়সেও তিনি প্রতিদিন তিন কিলোমিটার হেঁটে পিঠে ব্যাগ নিয়ে🐟 স্কুলে যাচ্ছেন। প্রতিদিন এভাবে স্কুলের পোশাক পরে স্কুলে যাচ্ছেন মিজোরামের ৭৮ বছরের🔜 বৃদ্ধ লাল রিং থারা।
আরও পড়ুন: সরকারি স্কুলে শিক্ষকের অভাব,ওখানে পড়লে ꩵচাকꦿরিও পায় না…সংসদে প্রশ্ন তুললেন BJP MP
জানা গিয়েছে, থারা পূর্ব মিজোরামের চম্ফাই জেলার হ্রুয়াইকৌন গ্রা♚মের বাসিন্দা। তিনি এখন সকলের অনুপ্রেরণা। নবম শ্রেণিতে ভর্তি হয়েছেন তিনি। স্কুলে এখন নাতি-নাতনিদের বয়সি পড়ুয়াদের সঙ্গে ক্লাস করছেন ওই বৃদ্ধ। তবে তাতে তাঁর কোনও আপত্তি নেই। বয়সের এই পর্যায়ে যেখানে মানুষ সবকিছু ছেড়ে দেয় তখন বৃদ্ধ মানুষটি পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। লেখাপড়ার স্বপ্ন পূরণের জন্য তিনি স্কুলে ভর্তি হন এবং নিয়মিত স্কুলের পোশাক পরে প্রতিদিন স্কুলে যান। লাল রিং থারা পড়াশোনার জন্য প্রতিদিন তিন কিলোমিটার হাঁটেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১৯৪৫ সালে চম্ফাই জেলার খুয়াংলেং গ্রামে জন্মগ্রহণ করেন লাল রিং থারা। অল্প বয়সে তিনি বাবাকে হারান। এরপর জীবিকার তাগিদে মায়ের সঙ্গে মাঠে কাজ শুরু করেন। তিনি লেখাপড়া করতে চেয়েছিলেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি পড়াশুনা করতে পারেননি।