অর্থ নিয়ে দুই পরিবারের বিবাদ। তার জেরে একই পরিবারের ৯ সদস্যের ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বিহারের সুপল জেলায়। এই ঘটনায় ৩ শিশু ও ২ মহিলা সহ ৯ জন আহত হয়েছে। আহতদের সকলকে ত্রিবেণীগঞ্জের মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। এর মধ্যে ৭ জ🥀নের অবস্থা গুরুতর। তাদের সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তর🐓 করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি জাদিয়া থানার অন্তর্গত রঘুনাথপুর গ🌺্রামে ঘটেছে। মূলত বিবাদ করুণ কুমারের সঙ্গে তাঁর খুড়তুতো ভাই কার্তিক যাদবের। দুজনেই তামিলনাড়ুতে শ্রমিক হিসাবে কাজ করেন। বছর খানেক আগে করুণের কাছ থেকে ৯০০০ টাকা ঋণ নিয়েছিলেন কার্তিক। কিন্তু সেই টাকা তিনি সময়মতো পরিশোধ করতে পারেননি। এই বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই সময় কার্তিকের ছোট ভাই প্রভাস কুমার একটি অ্যাসিডের বোতল বের করে করুণের উপর ছোঁড়ে। এরপর উভয় পক্ষ একে অপরকে অ্যাসিড দিয়ে হামলা চালায়। আহতরা হলেন🔯 মহারানী দেবী (২৮), গৌরব কুমার (৬), প্রিয়ম কুমারী (৪), সজন কুমারী (১০), সুনিতা দেবী (২৫), তারানন্দ যাদব (৬৫), করুণ, অরুণ কুমার (২৮) এবং সুলেখা দেবী (৩৫)। ঘটনায় ৭ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।