একটা আস্ত কুমিরকে কাঁধে করে নিয়ে আসছেন এক ব্যক্তি। বিরাট তার আকৃতি। ক🐷ুমিরের দৈর্ঘ্য প্রায় ২০ ফুট। ওজনে প্রায় ১৫০ কেজি। একেবারে কাঁধে করে কুমির বয়ে নꦅিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের হামিরপুর জেলার এই ঘটনা।
সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি কাঁধে কুমির নিয়ে আসছেন। কাছেই ব🅺েতোয়া নদী। সেখান থেকে কোনওভাবে হয়তো কুমিরটি পাশের পুকুরে চলে এসে༺ছিল। সেই পুকুরে চলে এসেছিল কুমিরটি। ফলে গ্রামবাসীরা স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্য়ে থাকতেন।
এদিকে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্𓂃ছে এক ব্যক্তি কাঁধে করে কুমির নিয়ে যাচ্ছেন। আসলে তিনি বনদফতরের এক কর্মী। তিন♕ি কুমিরটি কাঁধে তুলে নেন। গ্রামবাসীরা এতদিন অত্যন্ত আতঙ্কের মধ্য়ে থাকতেন। আপাতত কিছুটা হলেও স্বস্তির।
বনদফত♈রের আধিকারিক জেপি সিং জানিয়েছেন, কুমিরটিকে পরে নদীতে ছাড়া হয়েছে। তিনি জানিয়েছেন, মাহোবা থেকে একটি টিম গিয়েছিল। তারা কুমিরটিকে ধরেছেন।
তবে🍷 কুমিরটিকে পুকুর থেকে নিয়ে কাঁধে করে নিয়ে আসার ঘটনা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে এভাবে কুমির নিয়ে যাওয়ার ঘটনা যারা সোশ্য়াল মিডিয়ায় দেখছেন তারা শিউরে উঠছেন। তবে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।