আইআইটি দিল্লি। দেশের অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানেই ফ্যাসন শোয়ের আয়োজন করা হয়েছিল। আর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজের অন্তত ১০জন পড়ুয়ার দা🦂বি তারা যখন ওয়াশরুমে জামাকাপড় ছাড়ছিলেন তখন তার ছবি গোপনে তোলা হয়েছে। এরপরই চাঞ্চল্য ছড়ায়। খবর পিটিআই সূত্রে।
ভারতী কলেজের ELANTRE সোসাইটির পক্ষ থেকে ছাত্রীরা একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে তারা অভিযোগ জানিয়েছেཧন, তাঁদের অভিযোগ নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।
কিষানগড় থানায় এনিয়ে অভিꦿযোগ দায়ের করা হয়েছে। ২০ বছর বয়সী এক ঠিকা সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এক্স হ্যা🍰ন্ডেলে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল আইআইটি দ𝓡িল্লির লেডিস ওয়াশরুমে ভিডিয়ো করছিল একটি ছেলে। অভিযুক্ত সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
এদিকে আইআইটি দিল্লি জানিয়েছে, গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। এই ধরনের ঘটনায় ইনস্টিটিউট একেবারে জিরো টলারেন্স ন🐭ীতি নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ অক্টোবর এই দ♏ুর্ভাগ্যজনক ঘটনা হয়। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সে একটি হাউজ কিপিং কোম্পানির কর্মী।🅘 আইআইটি দিল্লি পুলিশকে সবরকম সহযোগিতা করছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনও এই ঘটনার কড়া নিন্দা করেছে। খবর ♉পিটিআই সূত্রে।
সূত্রের খবর, ওই ছাত্রীর ফ্যাসন শোতে অংশ নেবেন বলে জামাকাপড় ছাড়ছিলেন। সেই সময় গোপনে তাদের ভিডিয়ো তোলা হয় বলে অভিযোগ। তবে আইআইটি কর্তৃপক্ষ ছাত্রীদের শান্ত থাকার জন্য বলেছিল বলে তাদের দাবি। তবে পুলিশ ঘটনার খবর পেয়েই অভিযুক্ত যুবককেဣ গ্রেফতার করে।