কমে গেল TOEFL iBT পরীক্ষার সময়। ২০২৩ সালের ২৬ জুলাই থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। এমনটাই জানিয়েছে এডুকেশন টেস্টিং সার্ভিস(ETS)। অর্থ𒁃াত্, এবার থেকে পরীক্ষা ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা করে হবে।
'জুলাই থেকে TOEFL-এর সময় এক ঘণ্টা কমে যাবে। প্রার্থীরা স্কোর স্ট্যাটাসের রিয়েল-টাইম নোটিফিকেশন পাবেন,' এক অফিসিয়াল বিবৃতিতে এমনই উল্লেখ করেছে ETS। আরও পড়ুন: ওয়ার্ক ভিসা ছাড়াই মার্কিন মুলুকে গিয়ে খুঁজে নিন চাকরি! জানুন কীভাবে
আগের ইন্ডিপেনডেন্ট রাইটিং বাদ দিয়ে তার বদলে অ্যাকাডেমিক আলোচনার জন্য লেখার অংশ যোগ করা হয়েছে। সেই সঙ্গে রিডিং সেকশন ছোট করা হয়েছে। এর পাশাপাশি নম্বর নেই এমন প্রশ্ন বাদ দেওয়া হয়েছে💙। এর ফলে পরীক্ষা আগের তুলনায় ছোট হয়ে গিয়েছে।
যাঁরা ইংরেজি ভাষার ♒দক্ষতা পরীক্ষা দিচ্ছেন, তাঁরা এখন পরীক্ষা শেষ হওয়ার পরেই তাঁদের অফিসিয়াল স্কোর প্রকাশের তারিখ জানতে পেরে যাবেন।
ETS জানিয়েছে TOEFL iBT-র জন্য একটি অ্যাকাউন্ট তৈরি এবং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া অনেক দ্রুত এবং সহজ হয়ে উঠবে। TOEFL iBT পরীক্ষার মাধ্যমে অ্যাকাডেমিক ইংরেজ🎃ি কমিউনিকেশ෴ন স্কিলের পরীক্ষা নেওয়া হয়। এটি বিশ্বব্যাপী স্বীকৃত।
পরীকඣ্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার🃏 পরেই ফলাফলের তারিখ জানতে পেরে যাবেন। তাঁদের স্কোরের স্ট্যাটাস পরিবর্তনের রিয়েল-টাইম নোটিফিকেশনও পাবেন।
বিশ্বব্যাপী ব্যবহৃত ক্রেডিট কার্ড ছাড়াও, পরীক্ষার্থীরা এখন স্থানীয়ভাবে জারিকৃত ক্রেডিট এবং ডেবিট কার্ড, ওয়ালেট এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্🅘যমেও টাকা পেমেন্ট করতে পারবেন। INR-এর হিসাবেই টাকা দেওয়া যাবে।
এর পাশাপাশি ভারতের জন্য একটি বিশেষ গ্রাহক পরিষেবা কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছে ETS। আরও পড়ুন: ফের বন্দে ভারতে ছোড়া হল পাথর, ৪ ঘণ্টা দেরিতে ছাড়ল ট্রেন, রেলের ক্ষতি লাখ টাকা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক