আগামী ১৭ অক্টোবর ND🏅TV-র আরও ২৬% শেয়ার অধিগ্রহণের ওপেন অফার দেবে আদানি গোষ্ঠী। শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোনও ꦅনিয়মগত বাধাও নেই বলে মনে করছে SEBI। এ বিষয়ে ওয়াকিবহাল ৩ ব্যক্তি সূত্রে মিলেছে এই খবর।
১.৬৭ কোটি ইক্যুইটি 🌳শেয়ার অধিগ্রহণের জন্য ওপেন অফার রাখা হবে। শেয়ার প্রতি ২৯৪ টাকা করে দাম নির্ধারণ করা হয়েছে। লেনদেনের প্রক্রিয়াটি আগামী ১ নভেম্বর শেষ হবে। অফার পরিচালনাকারী সংস্থা জেএম ফিন্যান্সিয়াল এমনটাই জানিয়েছে।
২৯৪ টাকা করেই যদি সম্পূর্ণ শেয়ার সাবস্ক্রাইব করা হয়, সেক্ষেত্রে মোট অঙ্ক দাঁড়াবেও ৪৯২.৮১ কোটি টাকা।
সেবি-র আইনি বিভাগের সঙ্গে পরামর্শ🥂 করে কর্পোরেট ফিনান্স বিভাগ একটি অভ্যন্তরীণ নোট জমা দিয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে, RRPR হোল্ডিং-এর উপর শেয়ার বরাদ্দ করা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক এ♏ই কথা জানিয়েছেন।
আর তার ফলস্বরূপ, ১৭ অক্টোবর আদানি গোষ্ঠীর পক্ষে অ🧸ধিগ্রহণের অফারটি আরও মসৃণ হয়ে যাবে। রাধিকা রায় এবং প্রণয় রায়ের সঙ্গে আইনি লড়াইও এড়াতে🎃 পারবে তারা।
গত ২৩ অগস্ট আদানি গোষ্ঠী বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (VCPL) নামে এক সংস্থা অধিগ্রহণ করে। এরপরেই NDTV-র ২৯.১৮% অংশীদারিত্ব পরোক্ষভাবে চলে আসে আদানি গোষ্ঠীর হাতে। কারণ এই VCPL-এর হাতেই RRPR-এ কনভার্টিবেল ডিবেঞ্চার ছিল। তার বিনিময়েই VCPL থেকে ঋণ নিয়েছিল রাধিকা এবং প্রণয় রায়ের সংস্থা♌। অন্যদিকে আইনি নিয়ম মেনে আদানি গ্রুপ খোলা বাজার থেকে আরও ২৬🍌% শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে।
তবে 🔜আদানি গ্রুপের ꦆঅধিগ্রহণে মোটেও খুশি নন রাধিকা এবং প্রণয় রায়। তাঁরা জানিয়েছিলেন, SEBI-র অনুমতি ছাড়া এটি সম্ভব নয়। তাঁরা যুক্তি দেখান যে, ২০২০ সালে সেবি-র এক আদেশে বলা হয়, ২০২২ সালের ২৬ নভেম্বর পর্যন্ত প্রণয় ও রাধিক🦹া রায় ভারতীয় শেয়ার বাজারে লেনদেন করতে পারবেন না। সেবির তদন্তে দেখা গিয়েছিল যে, তাঁরা NDTV-র শেয়ারের সন্দেহজনক অভ্যন্তরীণ লেনদেনের মাধ্যমে অনায্য পথে মুনাফা করেছিলেন। সেই কারণেই এই নিষেধাজ্ঞা চাপানো হয়। সেটাকেই অধিগ্রহণ রোখার অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছিলেন NDTV-র সহ-প্রতিষ্ঠাতারা।