বুধবার প্রকাশিত হয়েছিল বোর্ডের পরীক্ষার ফলাফল। তারপর টানা ৪৮ ঘণ্টার মধ্যে ৯ জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা দেখা যায়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ বোর্ডের ইন্টারমিডিয়েটের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্🦹ষায় ফলাফল প্রকাশিত হতেই পর পর আত্মহত্যার ঘটনা দেখা যায়।
শুধু ৯ জনই নয়, বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে আরও ২ পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেছে বলে খবর। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের বোর্ড পরীক্ষায় একাদশ শ্রেণিতে পাশের হার ৬১ শতাংশ ও দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৭২ শতাংশ। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, অন্ধ্রপ্রদেশে শ্রীকাকুলম জেলায় এক ১৭ বছর বয়সী পড়ুয়া ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। জানা গিয়েছে, ওই পড়ুয়া ইন্টারমিডিয়েট প্রথমবর্ষের পড়ুয়া ছিল। দান্দু গোপালাপুরম গ্রামের বাসিন্দা ছিল সে। সে একাধিক পেপারে অকৃতকার্য হওয়ায় এই আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে বলে জানা গিয়েছে। আরও একজন পড়ুয়ার মৃত্যু হয়েছে মালকাপুরমের ত্রিনাধাপুরমের পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায়। সেই পড়ুয়া বিশাখাপত্তনম জেলার বাসিন্দা। একাধিক বিষয়ে ইন্টারমিডিয়েটে অনুত্তীর্ণ হওয়ায় সে আত্মহত্যার রাস্তা বেছে নেয়। বিশা༒খাপত্তনমের কাঞ্চরাপালেম এলাকায় বা꧟ড়িতে আরও এক পড়ুয়া গলায় ফাঁস লগিয়ে আত্মহত্যা করে।
(‘বিচ্ছেদের পর বিয়ের প𓆏্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক প্রতারণা নয়’, রায় কলকাতা হাইকোর্টের )