দিনকয়েক আগেই কেন্দ্রের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগ তুলছিলেন বিরোধীরা। কিন্তু মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ওড𒊎়িশার মতো বিরোধী-শাসিত রাজ্যগুলিও দাবি করল, অক্সিজেনের আকালের কারণে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারও মৃত্যু হয়নি। কেন্দ্রের পথে অক্সিজেনের সংকটে মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়েছ🌄ে বিজেপি-শাসিত রাজ্যগুলিও।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ডেটামিট নামে সংস্থা যে তথ্য সংগ্রহ করেছে, তাতে অক্সিজেনের সংকটে দেশের ২০ টি রাজ্যে মৃত্যু হয়েছে ৬১৯ জনের। তার মধ্যে আটটি রাজ্যেই (মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গোয়া, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ) ৩২০ জনের মৃত্যুর কারণ হিসেবে অক্সিজেনের অভাব উঠে এসেছে। যদিও পরবর্তীকালে অধিকাংশ মৃত্যুর কারণ হিসেবে অন্য কিছু দেখানো হয়েছে। বুধবার ওই আট রাজ্যের মন্ত্রী এবং আধিকারিকরাও সেই মৃত্যুর সঙ্গে অক্সিজেনের সংকটের যোগসূত্র খুঁজে পাননি। যদিও দিনকয়েক আগেই কেন্দ্রের তরফে যখন সংসদে জানানো হয়েছিল যে অক্সিজেনের অভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্যগুলিতে একজনেরও মৃত্যু হয়নি, তখন তুমুল সমালোচনা করেছিল বিরোধী-শাসিত র💃াজ্যের শাসক দলের প্রতিনিধিরা।
তেমনই একটি রাজ্য মহারাষ্ট্র। যেখানে অক্সিজেনের অভাবে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে দাবি করেন, অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি। একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মহারাষ্ট্রে কখনও অক্সিজেনের সংকটে মৃত্যু হওয়ার কথা বলিনি আমরা।’ যদিও গত এপ্রিল এবং মে মাসে প্রবল অক্সিজেনের সংকটে পড়েছিল মহারাষ্ট্🐬র। শুধু তাই নয়, সংসদে ‘শূন্য মৃত্যুর’ (অক্সিজেনের অভাবে) যে তথ্য পেশ করা হয়েছিল, তা নিয়ে বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেছিল মহারাষ্ট্রের শাসক জোটের অন্যতম সদস্য শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত।
মহারাষ্ট্রের মতো একইপথে হেঁটে অক্🌊সিজেনের অভাবে কোনও মৃত্যু হয়নি বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বল♛েনছেন, ‘পশ্চিমবঙ্গে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি।’ যদিও উলুবেড়িয়ায় কমপক্ষে দুটি পরিবারের তরফে দাবি করা হয়েছিল, অক্সিজেন অভাবেই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও কয়েকটি অভিযোগ উঠেছিল।
একইভাবে গোয়া, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার এবং তামিলনাড়ুতেও অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে তো করোনায় মৃত্যু নিয়ে ভুরিভুরি অভিযোগ উঠেছিল। অক্সিজেনের অভাবে হরিয়ানায় কমপক্ষে ২২ জন মারা গিয়েছেন বলে দাবি করা হয়েছে। হিসারে গঠিত একটি মেডিকেল বোর্ডও কয়েকটি মৃত্যুর কারণ হিসেবে অক্💫সিজেনের অভাব উল্লেখ করেছিল। কিন্তু তা মানতে রাজি নয় বিজেপি সরকার। একইভাবে ডেটামিটের পরিসংখ্যান অনুযায়ী, অক্সিজেন না পেয়ে মধ্যপ্রদেশে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু তা উড়িয়ে দিয়েছে শিবরাজ সিং চৌহানের সরকার। বরং দাবি করা হয়েছে, ১০-১২ টি মৃত্যুর ক্ষেত্রে অক্সিজনের অভাবের অভিযোগ উঠলেও বিশেষজ্ঞরা নাকি জানিয়েছেন যে অন্য কোনও কꦕারণে আদতে মৃত্যু হয়েছে।
বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশের সমাজকর্মী অমূল্য নিধি জানান, অক্সিজেনের যে মৃত্যু হয়েছে, তা প্রমাণের উপযুক্ত প্রমাণও আছে। কিন্তু সত্যিটার⛎ সম্মুখীন হতে রাজি নয় সরকার। তিনি বলেন, ‘ওরা যদি এতই নিশ্চিত হয়, তাহলে বিষয়টিতে তো স্বাধীন বিশেষ🐼জ্ঞদের তদন্ত করতে দিতে পারে।’