অস্ট্রেলিয়ার বিমানের উপর লেজার নিক্ষেপ করা হয় চিনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে💜। সম্প্রতি এই অভিযোগ করেছিল অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। আর এবার এই ঘটনাﷺর প্রেক্ষিতে সরাসরি চিনের বিরুদ্ধে গর্জে উঠলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। চিনা নৌবাহিনীর কীর্তিকে ‘অযৌক্তিক এবং উস্কানিবিহীন’ আখ্যা দেন স্কট। তিনি বলেন, ‘আমি এটাকে ভয় দেখানো ছাড়া আর অন্য কোনও কিছু হিসেবে দেখতে পাচ্ছি না।’
এদিকে এই ঘটনা প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন বলেন, ‘আমার মনে হয় চিনা সরকার আশা করছে যে কেউ এই আক্রমণাত্মক কাজ সম্পর্কে কথা বলবে না।’ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতরের দাবি, বৃহস্পতিবার একটি প্লেন উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল, সেই সময় লেজারের বিচ্ছুরণ দেখা যায়। এরপর বোঝা যায় পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার নিক্ষেপ করা হয়েছে। এর জেরে বিমানের এক ক্রু মেমಌ্বারের অবস্থা যথেষ্ট গুরুতর।
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সিতে চিনের ওই জাহাজটি ছিল। প্র෴তিরক্ষা মন্ত্রকের দাবি, চিনের জাহাজ থেকে এভাবে লেজার নিক্ষেপ অপেশাদার। বছর দুয়েক আগে আমেরিকা অভিযোগ করেছিল প্রশান্ত মহাসাগরে থাকা চিনা যুদ্ধ জাহাজ থেকে একই ভাবে মার্কিন প্লেন লক্ষ্য করে লেজার নিক্ষেপ করা হয়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হেলিকপ্টার চালক এই ধরনের লেজার রশ্মির মুখে পড়েছিলেন।