আরিয়ান প্রকাশ
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার INS Khanderiতে চেপে সমুদ্রের নীচে ঘুরে এলেন।কর্ণাটকের উপকূল বরাবর যায় ওই যুদ্ধজাহাজ। তিনি বলেন, একেবারে চমকপ্রদ ও উত্তেজনাময় অভিজ্ঞতা। সমুদ্রের নীচে কাটালাম। আমাদের সমর দক্ষতা, প্রতিরক্ষার কৌশল দেখলাম।🎶 তিনি বলেন, ভারতীয় নৌসেনার জলের নীচের দক্ষতা দেখলাম।আমাদের দেশের সুরক্ষা নিয়ে আমি একেবারে নিশ্চিত। ভারতীয় নৌসেনার আধুনিক, বিশ্বাসযোগ্য ফোর্স রয়েছে। সমস্ত ক্ষেত্রে আমাদের বাহিনী সতর্ক ও প্রতি পদক্ষেপে জয়ের জন্য প্রস্তুত।
আইএনএস খান্দেরি ডিজেল, ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। মাজেগাঁও ডকে প্রজেক্ট ৭৫এর আওতায় ফ্রান্সের সাবমেরিন প্রস্তুতকারকের সহায়তায় এই সাবমেরিন তৈরি হয়েছে। ২০১৫ সালে প্রথম সাবমেরিন আইএনএ🦋স কালভারি তৈরি হয়েছিল। ২০১৮ সালের জানুয়ারিতে তৃতীয় আইএনএস কারাঞ্জের সূচনা হয়েছিল। চতুর্থ সাবমেরিন আইএনএস বেলার সূচনা হয়েছিল ২০১৯ সালের মে মাসে। আইএনএস ভাগিরের সূচনা হয়েছিল ২০২০ সালে। ষষ্ঠ সাবমেরিন আএনএস ভাগশ্রী চালু হয়🐎েছিল ২০ এপ্রিল।